Friday, March 29, 2024
HomeTop Newsকফিনের সঙ্গে তুলনা লালুর দলের, সংসদ ভবনের আকৃতি এমন কেন? প্রশ্ন বিগবি’র...

কফিনের সঙ্গে তুলনা লালুর দলের, সংসদ ভবনের আকৃতি এমন কেন? প্রশ্ন বিগবি’র  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নতুন সংসদ ভবনের আকৃতি নিয়ে প্রশ্ন তুললেন বিগ-বি অমিতাভ বচ্চন। রবিবার অর্থাৎ ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। সকাল থেকেই সংসদ ভবনে ছিল সাজো সাজো রব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বেদমন্ত্র পাঠ করে, পুজো, যজ্ঞ এবং সর্বধর্ম প্রার্থনার মধ্য দিয়ে উদ্বোধন হয় নতুন সংসদ ভবনের। এই নতুন সংসদ ভবনের আকার নিয়ে কটাক্ষের বন্যা বইছে দেশে।

নতুন সংসদ ভবনের উদ্বোধনে বড় সার্টিফিকেট দিয়েছে বাদশাহ শাহরুখ খান। এ বার নয়া এই সংসদ ভবন নিয়ে প্রশ্ন তুললেন বিগ বি তথা প্রাক্তন সাংসদ অমিতাভ বচ্চন। গতকালই সংসদ ভবনের আকার নিয়ে বিতর্ক উসকে দিয়েছিল লালু প্রসাদের দল আরজেডি। সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করে সেই বিতর্কে ঘি ঢাললেন আরজেডি নেতা লালুপ্রসাদ। সংসদ সম্পর্কিত আরজেডির এই মন্তব্যের পরই কড়া জবাব দিয়েছে বিজেপিও। সুশীল মোদী পাল্টা টুইট করে হুঁশিয়ারি দেন, “যাঁরা নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করছেন, তাঁদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করা হবে।” কফিন প্রসঙ্গে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আবার এক ধাপ এগিয়ে বলেন, “২০২৪ সালে দেশের মানুষ আপনাদের সেই কফিনেই কবর দেবে।”

এবার মুখ খুললেন অমিতাভ বচ্চন। এক দিকে সংসদ ভবনের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি কিছু প্রশ্ন যা ঘুরপাক খাচ্ছে তাঁর মনে, সে কথাও নিজের ব্লগে জানান। অমিতাভ লেখেন, ‘‘দেশের সংসদের নতুন ভবন খুলেছে। প্রাক্তন সাংসদ হিসাবে আমার অনেক শুভেচ্ছা। যদিও আমি জানতে চাই কেন এটির আকৃতি ঠিক এ রকম। এর ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষ শাস্ত্রীয় অর্থ ঠিক কী?’’

উল্লেখ্য, অমিতাভ বচ্চন ইলাহাবাদ কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে। কিন্তু ৩ বছরের বেশি দীর্ঘায়িত হয়নি তাঁর রাজনৈতিক জীবন। বিদায় নেন রাজনীতি থেকে। তার পর থেকে এখন পর্যন্ত সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular