রায়গঞ্জ: পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল রায়গঞ্জের কর্নজোড়া এলাকা। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে কর্নজোড়ার মোটরকালিবাড়ি এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে। দাবি মতো টাকা না দেওয়ায় এক লড়ি চালক সহ দুইজনকে পুলিশ বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ তুলে শনিবার দুপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। আটকে রাখা হয় পুলিশের গাড়িও।
ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার তদন্তের আশ্বাস দেওয়ায় শেষপর্যন্ত প্রায় দুই ঘন্টা পর পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
ঘটনাপ্রসঙ্গে অভিযোগকারী শেখর রায় জানান, শুক্রবার রাতে ইট বোঝাই একটি ট্রাক নিয়ে তিনি কর্ণজোড়ায় ইটগুলো নামাতে এলে তাঁর কাছে পাঁচশো টাকা চায় পুলিশ। তিনি ওই টাকা দিতে অস্বীকার করায় বচসা শুরু হয়। এরপর পুলিশ ওই চালককে ফাঁড়িতে নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ সুপার সানা আকতার বলেন,”রাতে দুর্ঘটনা এড়াতে একটা লরিকে রাস্তা থেকে সাইডে রাখার কথা বলা হয়েছিল। সেইসময় এক পুলিশ কর্মীকে ধাক্কা দেওয়া হয়। সিসি ক্যামেরায় তা দেখা গিয়েছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে দুইজনকে আটক করে ফাঁড়িতে আনা হয়েছিল। তবে এতে টাকা চাওয়ার কোনও ব্যাপার নেই। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে।”