রাজ্য

অত্যন্ত নিম্নমানের স্কুল পোশাক বিলির অভিযোগ, ফিরিয়ে দিলেন অভিভাবকরা

বর্ধমান: সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্ম নিয়ে দুর্নীতি ও কাটমানির অভিযোগে সরব হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগেই এবার শিলমোহর দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দারা। নিম্নমানের স্কুল ইউনিফর্ম দেওয়ার অভিযোগ এনে বুধবার ভাতারের ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ইউনিফর্ম ফিরিয়ে দিলেন অভিভাবকরা। অভিভাবকদের এই প্রতিবাদ সঠিক এবং ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।

ভাতারের ঘোলদা প্রাথমিক বিদ্যালয় পড়াশুনা করে ১৩৫ ছাত্র-ছাত্রী। এদিন দুপুর নাগাদ স্কুলে ছাত্র-ছাত্রীদের সরকারি ইউনিফর্ম দেওয়ার কাজ শুরু হয়। সেই ইউনিফর্ম নিতে এসে অভিভাবকদের চোখ কপালে ওঠে। ইউনিফর্ম নিম্নমানের বলে অভিযোগ তুলে অভিভাবকরা স্কুলে বিক্ষোভে ফেটে পড়েন। ইউনিফর্ম বাড়ি নিয়ে না গিয়ে তারা তা স্কুল কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন। অভিভাবকদের অভিযোগ, সরকারিভাবে যে স্কুল ইউউনিফর্ম দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। পড়ুয়ারা গরমের সময় ওই ইউনিফর্ম পরলে পড়ুয়াদের শারীরিক সমস্যা হতে পারে। নরম সুতির কাপড়ের পোষাক দেওয়ার দাবি করেছেন অভিভাবকরা।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভাতার ব্লক অফিস থেকে স্কুল ইউনিফর্মের কাপড়গুলি কাটিং হয়। পরে ওই কাপড় এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়া হয়। তারা সেলাই করে ইউনিফর্ম তৈরি করে স্কুলে পৌঁছে দেয়।

এদিন স্কুলে উপস্থিত থাকা পড়ুয়ার অভিভাবক  নয়ন মণ্ডল ও শেখ শোভানের দাবি, যে ইউনিফর্ম দেওয়া হয়েছে সেই ইউনিফর্ম পরলে শিশু পড়ুয়ারা অসুস্থ হবে। তাই ওই ইউনিফর্ম গ্রহণ না করে আমরা ফেরৎ দিয়ে দিয়েছি। সুতির কাপড় দিয়ে তৈরি সঠিক ইউনিফর্ম দেওয়া হলে তবেই আমরা সেই ইউনিফর্ম গ্রহন করবো। পড়ুয়াডের এমন স্কুল ইউনিফর্ম দেওয়াটা সঠিক কাজ হয়নি বলে অভিভাবকরা মন্তব্য করেন। যে স্বয়ম্ভর গোষ্ঠী স্কুল ইউনিফর্ম তৈরির বরাত পায়  সেই ’ত্রিনয়ণী গোষ্ঠীর’ সদস্যা সুফিয়া বেগম বলেন, ‘ইউনিফর্মের কাপড় আমাদের দেওয়া নয়। বিডিও অফিস থেকে আমরা কাপড় পেয়েছি। সেই কাপড় ইউনিফর্ম আকারে সেলাই করার দায়িত্ব আমাদের ছিল। ইউনিফর্মের কাপড়ের মান নিয়ে অভিযোগ ওঠায় বাধ্য হয়ে আমাদের ইউনিফর্ম ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাস বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।‘

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Dalkhola | মাদক ব্যবসার স্বর্গরাজ্যে পরিণত ডালখোলা, পুলিশের হাতে ধৃত বাংলাদেশি পাচারকারী

করণদিঘি: বিগত কয়েকদিন ধরেই ডালখোলা, গোয়ালপোখর সহ আশেপাশের এলাকাগুলি মাদক ব্যবসার স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এই…

2 mins ago

Gangarampur | ৪৫-এর ব্যক্তির সঙ্গে কিশোরীর বিয়ে, কনেকে উদ্ধার করল পুলিশ

বিপ্লব হালদার, গঙ্গারামপুর: যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে…

10 mins ago

Education | ঘাটতি মেটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে একাদশ-দ্বাদশে পড়াবে রাজ্য

সাগর বাগচী, শিলিগুড়ি: নিয়োগ বন্ধ। নিজেদের চাকরি নিয়ে সংশয়ে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা। তারপরও রাজ্যের সিংহভাগ…

12 mins ago

Balurghat | পাচারের উদ্দেশ্যে অপহরণ নাবালিকা, গ্রেপ্তার অভিযুক্তের বাবা

বালুরঘাট: টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট(Balurghat) শহরে। ভিনরাজ্যে পাচারের উদ্দেশ্যে…

20 mins ago

PM Modi | ‘পাকিস্তানের কাছে আগে বোমা ছিল, এখন ভিক্ষের বাটি’, কটাক্ষ মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘পাকিস্তানের কাছে আগে বোমা ছিল, এখন ভিক্ষের বাটি’, এমনই মন্তব্য করলেন…

53 mins ago

Dakshin Dinajpur | আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানি! গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব মিল মালিক

বুনিয়াদপুর: ধান ভাঙার মিলঘরে ১৩ বছরের আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে (Harassment Case) পঞ্চাশোর্ধ্ব মিল মালিককে…

1 hour ago

This website uses cookies.