জঙ্গিপুর: এমনটাও যে ঘটতে পারে তা বোধ হয় কোনও মতেই আন্দাজ করতে পারেনি কিশোর মিরাজ শেখ। সন্ধ্যে ঘনিয়ে আসতে মুর্শিদাবাদের জঙ্গিপুরের অন্তর্গত হোগোলাবাড়ি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বাড়ির সামনে দাঁড়িয়েই মিরাজ গল্প করছিল বন্ধুদের সঙ্গে। হঠাৎই কংক্রিটের পিলারে ধস নেমে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট আওয়াজ এ তার নিচে চাপা পড়ে যায় ওই কিশোর। বন্ধুকে চোখের সামনে এমন অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তার সঙ্গীরা। কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা ছুটে এসে মিরাজকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। পরে তাঁর অবস্থার অবনতি হলে সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।
কয়েক মুহূর্তের মধ্যে নিজের সহপাঠীকে এইভাবে চলে যেতে দেখে হতভম্ব হয়ে পড়ে মিরাজের বন্ধুরা। তারা বলে, ‘প্রতিদিনের মতো বাড়ির সামনের রকে দাঁড়িয়ে গল্প করছিলাম। অন্ধকার নেমে আসায় খুব একটা কিছু বুঝতে পারিনি জোরে আওয়াজ হওয়ার পরই হুড়মুড়িয়ে কিছু একটা ভেঙে পড়ে মিরাজের উপর। তারপরেই মিরাজ ধসের নিচে চাপা পড়ে যায়।’

