উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় পাঁচদশক পর কংগ্রেসের (Congress) ঠিকানা পরিবর্তন হতে চলেছে। ১৯৭৮ সাল থেকে লুটিয়েন দিল্লির ২৪ আকবর রোড এবং কংগ্রেস সমার্থক হয়ে গিয়েছিল। এবার তাতে ছেদ পড়তে চলেছে। আকবর রোডের পাট চুকিয়ে কংগ্রেস উঠে যাচ্ছে ৯এ, কোটলা রোডের ঠিকানায়। মকরসংক্রান্তির পরেরদিন অর্থাৎ ১৫ জানুয়ারি দলের নতুন সদরদপ্তর ইন্দিরা গান্ধি ভবনের দ্বারোদ্ঘাটন করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সিপিপি চেয়ারপার্সন সোনিয়া গান্ধি। ওই অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, ওয়েনাডের সাংসদ প্রিয়াংকা গান্ধি ভদরা প্রমুখের হাজির থাকার কথা। থাকার কথা কংগ্রেসশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও।
প্রথমে অবশ্য দীনদয়াল উপাধ্যায় মার্গে কংগ্রেসের নতুন ৬ তলা ভবনের প্রবেশপথ ঠিক করা হয়েছিল। কিন্তু বিজেপির তাত্ত্বিক নেতার নামাঙ্কিত রাস্তা দিয়ে এআইসিসি দপ্তরে ঢুকতে রাজি হননি কংগ্রেস নেতারা। তাই কোটলা রোডের দিক দিয়ে কংগ্রেসের দলীয় দপ্তরে ঢোকার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৯ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি নতুন কংগ্রেস দপ্তরের শিলান্যাস করেছিলেন। কংগ্রেসের বহু উত্থানপতনের সাক্ষী আকবর রোডের দপ্তরটি। ১৯৭৮ সালে লোকসভা ভোটে দল পরাজিত হওয়ার পর প্রাক্তন কংগ্রেস সাংসদ গড্ডাম বেঙ্কটস্বামী আকবর রোডের নিজের বাসভবনটি দলকে ছেড়ে দেন। স্বাধীনতার পর থেকে কংগ্রেসের যাবতীয় কাজকর্ম পরিচালিত হত ৭ যন্তরমন্তর রোডে। স্বাধীনতার পর থেকে সেখানেই বসত কংগ্রেসের দপ্তর। তবে নতুন দপ্তর পেলেও আকবর রোডের ভবনটি এখনই হাতছাডা করতে নারাজ কংগ্রেস। বিজেপির দেখাদেখি কংগ্রেস আকবর রোডের ভবনটি হাইপ্রোফাইল বৈঠকের জন্য রেখে দেবে বলে জানিয়েছে।