Saturday, January 18, 2025
Homeজাতীয়Congress | প্রায় পাঁচ দশক পর আকবর রোডের দপ্তরকে বিদায় জানাতে চলেছে...

Congress | প্রায় পাঁচ দশক পর আকবর রোডের দপ্তরকে বিদায় জানাতে চলেছে কংগ্রেস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় পাঁচদশক পর কংগ্রেসের (Congress) ঠিকানা পরিবর্তন হতে চলেছে। ১৯৭৮ সাল থেকে লুটিয়েন দিল্লির ২৪ আকবর রোড এবং কংগ্রেস সমার্থক হয়ে গিয়েছিল। এবার তাতে ছেদ পড়তে চলেছে। আকবর রোডের পাট চুকিয়ে কংগ্রেস উঠে যাচ্ছে ৯এ, কোটলা রোডের ঠিকানায়। মকরসংক্রান্তির পরেরদিন অর্থাৎ ১৫ জানুয়ারি দলের নতুন সদরদপ্তর ইন্দিরা গান্ধি ভবনের দ্বারোদ্ঘাটন করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সিপিপি চেয়ারপার্সন সোনিয়া গান্ধি। ওই অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, ওয়েনাডের সাংসদ প্রিয়াংকা গান্ধি ভদরা প্রমুখের হাজির থাকার কথা। থাকার কথা কংগ্রেসশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও।

প্রথমে অবশ্য দীনদয়াল উপাধ্যায় মার্গে কংগ্রেসের নতুন ৬ তলা ভবনের প্রবেশপথ ঠিক করা হয়েছিল। কিন্তু বিজেপির তাত্ত্বিক নেতার নামাঙ্কিত রাস্তা দিয়ে এআইসিসি দপ্তরে ঢুকতে রাজি হননি কংগ্রেস নেতারা। তাই কোটলা রোডের দিক দিয়ে কংগ্রেসের দলীয় দপ্তরে ঢোকার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৯ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি নতুন কংগ্রেস দপ্তরের শিলান্যাস করেছিলেন। কংগ্রেসের বহু উত্থানপতনের সাক্ষী আকবর রোডের দপ্তরটি। ১৯৭৮ সালে লোকসভা ভোটে দল পরাজিত হওয়ার পর প্রাক্তন কংগ্রেস সাংসদ গড্ডাম বেঙ্কটস্বামী আকবর রোডের নিজের বাসভবনটি দলকে ছেড়ে দেন। স্বাধীনতার পর থেকে কংগ্রেসের যাবতীয় কাজকর্ম পরিচালিত হত ৭ যন্তরমন্তর রোডে। স্বাধীনতার পর থেকে সেখানেই বসত কংগ্রেসের দপ্তর। তবে নতুন দপ্তর পেলেও আকবর রোডের ভবনটি এখনই হাতছাডা করতে নারাজ কংগ্রেস। বিজেপির দেখাদেখি কংগ্রেস আকবর রোডের ভবনটি হাইপ্রোফাইল বৈঠকের জন্য রেখে দেবে বলে জানিয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | পাঞ্জিপাড়া কাণ্ডের পর সতর্ক প্রশাসন, শিলিগুড়ি কোর্টের নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশিকা   

0
শিলিগুড়িঃ সংশোধনাগার থেকে শুরু করে কোর্ট লকআপ, পাঞ্জিপাড়ার ঘটনার পরেই একাধিক নির্দেশ এসেছে রাজ্য প্রশাসনের ওপর মহল থেকে। এই পরিস্থিতিতে শিলিগুড়ি মহকুমা আদালতের নিরাপত্তাকে...

Raiganj | নাম বিভ্রাট! বন্ধু সন্দীপের সঙ্গে মজা করতে গিয়ে হুমকি ফোন প্রশাসক সন্দীপকে,...

0
রায়গঞ্জ: মালদায় (Malda) তৃণমূল (TMC) নেতা দুলাল সরকার (Dulal Sarkar) ওরফে বাবলাকে গুলি করে খুনের পর এবার খুনের হুমকি পেলেন রায়গঞ্জ (Raiganj) পুরসভার প্রশাসক সন্দীপ...

Leopard death | ফের গতির বলি! বেঙ্গল সাফারি পার্কে এনেও বাঁচানো গেল না জখম...

0
বাগডোগরা: হাজার প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না গাড়ির ধাক্কায় গুরুতর জখম চিতাবাঘটিকে। বৃহস্পতিবার রাতে বাগডোগরা-ঘোষপুকুর সড়কের মাঝে গয়াগঙ্গা চা বাগানের সামনে চিতাবাঘটিকে গাড়ি চাপা...

Raiganj | মুখ্যমন্ত্রীর ছবি হাতে প্রাথমিক বিদ্যালয় সংসদে যোগ দিলেন চেয়ারম্যান

0
রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসলেন মহম্মদ নাজিমুদ্দিন আলি। এদিন দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে মিছিল করে...

Gurap rape-murder case | ৫৫ দিনের মাথায় গুড়াপ ধর্ষণ-খু্নে ফাঁসির সাজা, জন্মদিনেই বিচার পেল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জন্মদিনেই বিচার পেল নির্যাততা। হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। ঘটনার ৫৫ দিনের মাথায়...

Most Popular