রায়গঞ্জ: ৭৩তম সাধারণতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন পৌরপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে রায়গঞ্জের রাজপথে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিলি কর্মসূচি পালন করা হয়।
মোহিত সেনগুপ্ত বলেন, ‘জাতীয় কংগ্রেস রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হতে পারে কিন্তু জনগণের সেবায় সর্বদাই সর্বাগ্রে নিয়োজিত। আমরা ভোটে হয়তো হেরেছি কিন্তু আপনারা একটা সময় বুঝবেন আপনারা কী হারিয়েছেন।‘ এদিনের কর্মসূচিতে ছাত্র-যুব ও মহিলা কংগ্রেসের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : দিল্লির রাস্তায় দেখা মিলল নেতাজির ট্যাবলোর