নাগরাকাটা: বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে হলেও জলপাইগুড়ি জেলায় এবারের পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেসের সার্বিক জোট হয়নি। এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে প্রতিহত করতে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলের প্রার্থীদের মধ্যে কার নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি তাঁকেই সমর্থন করে শেষ মূহুর্তের ‘জোট’ বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ও দলের জলপাইগুড়ির বর্ষীয়ান নেতা নির্মল ঘোষ দস্তিদার। বুধবার তিনি নাগরাকাটায় পঞ্চায়েত ভোট নিয়ে কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত একটি সভায় বলেন, সার্বিক জোট হয়তো হয় নি। তবে অন্তিম মূহুর্ত পর্যন্ত দেখে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলগুলির মধ্যে যে যেখানে শক্তিশালী রয়েছে তাঁকেই বিজয়ী করার চেষ্টা করা উচিত। যদি আমরা দেখি কোনও স্থানে আমাদের জেতার সম্ভাবনা নেই তবে তাঁকেই বিজয়ী করার চেষ্টা করবো যাতে তৃণমূল-বিজেপিকে রোখা যায়। যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক দলগুলিও একই পদক্ষেপ করবে বলে বিশ্বাস। আমাদের মূল লক্ষ্য তৃণমূল ও বিজেপির স্বৈরাচার ও দুর্নীতিকে আটকানো। নির্মল বাবুর এই বার্তাকে স্বাগত জানিয়েছে সিপিএম।
দলের রাজ্য কমিটির সদস্য জিয়াউল আলম বলেন, এই ভাবনাকে সাধুবাদ জানাচ্ছি। তাড়াহুড়ো করে যেভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে তাতে বিভিন্ন স্থানে আলাদা প্রার্থী থাকলেও তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করাই আমাদের লক্ষ্য। এবার ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলগুলিই সর্বোচ্চ আসনে জয়লাভ করবে। তৃণমূল ও বিজেপি দুই দলই মুখ থুবড়ে পড়তে চলেছে।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলায় তাঁরা ১৯টি জেলা পরিষদের আসনে ও ২৭২টি গ্রাম পঞ্চায়েতের আসনে প্রার্থী দিয়েছে। বেশ কিছু প্রার্থী রয়েছে পঞ্চায়েত সমিতির আসনেও। নাগরাকাটা ব্লক থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে দলের প্রার্থী সংখ্যা যথাক্রমে ১, ২ ও ১৩ জন। বামেদের সঙ্গে কংগ্রেসের রাজগঞ্জ ব্লক, জলপাইগুড়ি সদর ব্লকের একাংশ ও ফুলবাড়িতে জোট হয়েছে। অন্যান্য স্থানে জোট হয়নি। নির্মল ঘোষ দস্তিদার এদিন শেষ মূহুর্ত পর্যন্ত কে শক্তিশালী দেখে তাঁকে জেতানোর যে ফর্মূলার বার্তা দিয়েছেন তা ভোট বাক্সে প্রতিফলিত হওয়ার বিষয়েও তিনি আত্মবিশ্বাসী। পাশাপাশি যেখানে কংগ্রেসের প্রার্থী নেই সেখানকার সমর্থকদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, তৃণমূল ও বিজেপিকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলের যে প্রার্থী রয়েছে তাঁকে ভোট দিন।