ডিজিটাল ডেস্ক : আর কয়েক মাস পরেই শুরু হতে চলেছে গুজরাট বিধানসভা নির্বাচন (Assembly elections)। ইতিমধ্যেই এই নির্বাচন ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। জানা গিয়েছে, কোডালধাম ট্রাস্টের চেয়ারম্যান ও পাতিদার আন্দোলনের অন্যতম নেতা নরেশ পটেলকে মুখ্যমন্ত্রীর মুখ রেখে কংগ্রেসে যোগ দেওয়ার ক্ষেত্রে রাজি করিয়েছেন হার্দিক পটেল। কিন্তু দলে নিলেও তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে লড়াইয়ের ক্ষেত্রে আপত্তি রয়েছে গুজরাট কংগ্রেসের একাধিক নেতার। আর এই প্রসঙ্গে এবার ক্ষোভ উগরে দিয়েছেন হার্দিক পটেল নিজে। তিনি বলেন, বিজেপির তরফ থেকে যদি কাউকে দলে নেওয়া হয়, তাহলে শীর্ষ নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত নেন। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে সেই জিনিস কখনোই হয় না। আর তাই প্রশ্ন উঠেছে, যুব কংগ্রেস নেতার কি এবার মোহভঙ্গ হচ্ছে? বিধানসভা ভোটের আগেই কি তিনি হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেবেন? সে প্রসঙ্গে অবশ্য এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি।
বিজেপির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগড়ে দিলেন অর্জুন সিং, উঠে এল মহারাষ্ট্র ইস্যু
ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে শিবসেনার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।...
Read more