Exclusive

Alipurduar News | ডুয়ার্সের ভিতর দিয়ে যাক রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ দাবি কং নেতৃত্বের

মণীন্দ্রনারায়ণ সিংহ,আলিপুরদুয়ার: আসন্ন লোকসভা ভোটে নজরকাড়া সাফল্যের জন্য রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ডুয়ার্সের ভিতর দিয়ে নিয়ে যাওয়ার দাবি উঠল। মঙ্গলবার রাহুল গান্ধির এই কর্মসূচি সফল করার লক্ষ্যে দলের আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই উপস্থিত ডুয়ার্সের দলীয় নেতৃত্ব সহ জেলা নেতারাও এই দাবি তোলেন।

দলের জেলা কার্যনির্বাহী সভাপতি শান্তনু দেবনাথ বলেন, ‘প্রাথমিকভাবে যে রুট তৈরি হয়েছে তাতে ফালাকাটায় জেলার মাত্র ১০ কিলোমিটার এলাকা ছুঁয়ে রাহুল গান্ধি জলপাইগুড়ির দিকে রওনা হবেন। তবে আমরা দলের পক্ষে ওই যাত্রাপথে রুটের কিছু সংযোজন চেয়ে রাজ্য নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছি। জেলা নেতৃত্ব রাহুল গান্ধির কর্মসূচি ঘিরে আলিপুরদুয়ারজুড়ে পথসভা ও প্রচার চালাতে একাধিক কর্মসূচি নিয়েছে।’ তিনি আরও জানান, আমরা রাহুল গান্ধির কর্মসূচির জন্য তৈরি। তবে এলাকার মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে রাহুল গান্ধির যাত্রাপথ আলিপুরদুয়ার শহর হয়ে কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, হাসিমারা, দলগাঁও, বীরপাড়া হয়ে ফালাকাটা পর্যন্ত যাওয়ার রুটের আর্জি জানিয়েছি।

আলিপুরদুয়ার শহরের প্রবীণ কংগ্রেস নেতা শ্যামল রায় (বাবলু) বলেন, ‘রাহুল গান্ধি যখন জেলায় আসছেন, সামনের লোকসভা ভোটে তার সুফল তো পাওয়া যাবে।’ বৈঠকে হাজির নেতারা বলেন, রাহুল গান্ধি আলিপুরদুয়ার জেলা সদরের পাশাপাশি চা বলয়ে এলে এখানকার নেতা-কর্মীরা উজ্জীবিত হবেন। সামনে লোকসভা ভোট। ডুয়ার্সের মধ্যে দিয়ে যাত্রাপথ হলে ওই ভোটে তার সুফল মিলবেই। চা শ্রমিকদের নানা সমস্যা রয়েছে। তাঁরা রাহুল গান্ধির মতো নেতাকে সামনে পেলে সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। প্রাথমিকভাবে যে রুট রাহুল গান্ধির জন্য স্থির করা হয়েছে, তাতে আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা ওই যাত্রায় শামিল হওয়ার সুযোগ পাবেন না। মঙ্গলবারের বৈঠকে চা বলয় সহ শহর ও গ্রামীণ এলাকার শতাধিক নেতৃস্থানীয় উপস্থিত ছিলেন।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Indian Student Protest in Canada |  কানাডায় হঠাৎ নিয়ম বদল, বিতারনের মুখে ভারতীয় পড়ুয়ারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডার (Canada) বুকে প্রিন্স এডওয়ার্ড দ্বীপে সমস্যার মুখে পড়েছেন ভারতীয় পড়ুয়ারা।…

9 mins ago

Alipurduar | শুকিয়ে গিয়েছে অধিকাংশ নদী-ঝোরা, জলসংকট বক্সার তিন গ্রামে

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: পাহাড়ের বুক চিড়ে আসা অধিকাংশ নদী ও ঝোরা শুকিয়ে গিয়েছে। ফলে আলিপুরদুয়ারে…

44 mins ago

Lightning | বন্ধুদের সঙ্গে গল্পে মগ্ন অসিত, বাড়িতে নিথর দেহ ফিরতেই উঠল কান্নার রোল

গাজোল: বৃহস্পতিবার দুপুরে আদিনা (Adina) এলাকায় বজ্রাঘাতে (Lightning Strike) মৃত্যু হয় এক ছাত্রের। বছর ১৯…

44 mins ago

Mamata Banerjee | মঞ্চেই জুতো ছিঁড়ল মমতার, সেফটিপিন লাগিয়ে আদিবাসীদের সঙ্গে নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনি প্রচারে গিয়ে জুতো ছিঁড়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভার মাঝেই…

55 mins ago

Balurghat | শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তাক লাগানো ফল, পাশে দাঁড়াল প্রশাসন

বালুরঘাট: ৮০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চমাধ্যমিকে (HS Result 2024) ৯২ শতাংশ নম্বর পেয়ে তাক…

1 hour ago

Abhijit Ganguly | মমতাকে নিয়ে ‘কুকথা’, অভিজিৎকে শোকজ করল নির্বাচন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিয়ে লোকসভা ভোটের (Lok Sabha…

1 hour ago

This website uses cookies.