উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একের পর এক বিধানসভা ভোটে ভরাডুবির জেরে এবার কংগ্রেসে (Congress) সাংগঠনিক রদবদল ঘটাতে চলেছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। সূত্রের খবর, একেবারে বুথ থেকে এআইসিসি স্তর পর্যন্ত রদবদল ঘটানো হবে। তবে সর্বাধিক রদবদল হতে পারে হরিয়ানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে। লোকসভা ভোটের পর হরিয়ানা এবং মহারাষ্ট্র দুই রাজ্যেই মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। সূত্র জানিয়েছে, মহারাষ্ট্রে (Maharashtra) প্রদেশ নেতৃত্বের সর্বস্তরে রদবদল করা হবে। প্রদেশ সভাপতি, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা, সাধারণ সম্পাদক সমস্ত পদে নতুন নিয়োগ করা হতে পারে।
একই ঘটনা ঘটতে পারে হরিয়ানাতেও (Haryana)। জাঠভূমে কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের কারণে দল খারাপ ফল করেছে। উত্তরপ্রদেশে ২০২৭ সালে বিধানসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে প্রদেশ নেতৃত্বে নতুন মুখ আনার চিন্তাভাবনা চলছে। দলের প্রচারবিভাগকেও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে কেসি বেণুগোপালকে এবার সরানো হতে পারে। রাহুল গান্ধি ঘনিষ্ঠ এই নেতা দীর্ঘ ৬ বছর ধরে ওই পদে রয়েছেন। তাঁর জায়গায় কাকে বসানো হবে তা নিয়ে চর্চা চলছে। সম্প্রতি বেলাগাভিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে খাড়গে রদবদলের কথা ঘোষণা করেছিলেন।