উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ভয়ানক ভূমিধসজনিত বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল কেরলের ওয়েনাড (Wayanad landslide)। এলাকার সম্পূর্ণ চিত্রটাই যেন বদলে গিয়েছিল। ধসে গিয়েছিল বাড়িঘর, রাস্তা। তবে সেই পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে ওয়েনাড। ধ্বংসস্তূপ সরিয়ে পুনর্বাসনের কাজ চলছে গ্রামগুলিতে। এবার ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাডের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। প্রাক্তন লোকসভা কেন্দ্র ওয়েনাডের ত্রাণ ও পুনর্বাসনের (Relief and rehabilitation) জন্য সাংসদ হিসেবে নিজের পুরো মাসের বেতনই দান (Donate) করলেন তিনি।
বুধবার এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন খোদ রাহুলই। ওয়েনাডের জন্য তাঁর একমাসের বেতন ২ লক্ষ ৩০ হাজার টাকা দান করেছেন তিনি। পাশাপাশি বাকিদেরকেও সাহায্যের জন্য এগিয়ে আসার কথা বলেছেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, ‘ওয়েনাডে আমাদের ভাই ও বোনেরা অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা থেকে তাঁদের পুনরুদ্ধারের জন্য আমাদের সমর্থন প্রয়োজন। আমি ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তার জন্য পুরো মাসের বেতন দান করেছি। আমি আন্তরিকভাবে সমস্ত দেশবাসীকে অনুরোধ করছি, সাহায্যের জন্য এগিয়ে আসতে। সামান্য কিছুও পার্থক্য গড়ে দিতে পারে। ওয়েনাড় আমাদের দেশের একটি সুন্দর অংশ।’ ইতিমধ্যেই কংগ্রেসের তরফে ‘স্ট্যান্ড উইথ ওয়েনাড’ নামের একটি অ্যাপও চালু করা হয়েছে।
Our brothers and sisters in Wayanad have endured a devastating tragedy, and they need our support to recover from the unimaginable losses they have faced.
I have donated my entire month’s salary to aid in the relief and rehabilitation efforts for those affected. I sincerely urge… pic.twitter.com/GDBEevjg5y
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2024
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি এবং কেরলের ওয়েনাড উভয় আসনেই লড়েছিলেন রাহুল। এই দুই কেন্দ্রেই জেতেন তিনি। তবে পরে ওয়েনাড ছেড়ে দেন। ২০১৯ সালে এই কেন্দ্র থেকেই জিতে লোকসভায় গিয়েছিলেন রাহুল। তাই নিজের পুরোনো কেন্দ্রের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। ভূমিধসের পর বোন প্রিয়াংকাকে নিয়ে ওয়েনাডের পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন রাহুল। গত ৩০ জুলাইয়ের মাঝ রাতে কয়েক মুহূর্তের মধ্যে ওয়েনাডের চুরামালা, মুন্ডাক্কাই সহ বহু গ্রাম সেদিন ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রায় দ্বিশতাধিক মানুষের প্রাণ হারিয়েছেন ওয়েনাডের বিপর্যয়ে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।