Wednesday, July 3, 2024
HomeTop NewsNarendra Modi | ‘১০ বছরেও ১০০ আসন পেরোতে পারেনি কংগ্রেস’, চূড়ান্ত আক্রমণ...

Narendra Modi | ‘১০ বছরেও ১০০ আসন পেরোতে পারেনি কংগ্রেস’, চূড়ান্ত আক্রমণ মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে মোদির শপথগ্রহণ নিশ্চিত। এনডিএ নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর সমর্থনের দৌলতে কোনও ক্রমে ২৭২ আসনের ম্যাজিক ফিগার অতিক্রম করতে পেরেছে। তবে সংখ্যাগরিষ্ঠতার অনেক আগেই থেমে গিয়েছে বিজেপির দৌড়। এহেন পরিস্থিতিতে ফের কংগ্রেসের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন মোদি। সদ্য এনডিএর নেতা নির্বাচিত হয়েই মোদির কটাক্ষ, ‘১০ বছরেও ১০০ আসন পেরোতে পারেনি কংগ্রেস।’ মোদি বলেন, ‘২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে কংগ্রেসের প্রাপ্ত আসন যোগ করলেও এই নির্বাচনে বিজেপির পাওয়া আসন সংখ্যাকে ছুঁতে পারবে না।  আমি পরিষ্কার দেখতে পার্ছি ইন্ডি জোট (ব্যাঙ্গ করে এই নামেই ইন্ডিয়া জোটকে ডাকেন বিজেপি নেতারা) আগে একটু একটু করে ডুবছিল, এবার দ্রুতগতিতে ডুবতে চলেছে।’

এবারের নির্বাচনে ৩২৮ আসনে প্রার্থী দিয়ে কংগ্রেস ৯৯ আসনে জয়লাভ করেছে। এটাই দলের গত ১৫ বছরের সবচেয়ে ভাল ফল। ২০১৪ সালে ৪৪ ও ২০১৯ সালে ৫২ আসনে জিতেছিল কংগ্রেস। একমাত্র ২০০৯ সালে প্রধানমন্ত্রী মনোমহন সিংয়ের নেতৃত্বে শেষবার ২০০র গন্ডি অতিক্রম করে ২০৬ আসন পেয়েছিল কংগ্রেস।

আর কংগ্রেসের এই আসনসংখ্যাকেই হাতিয়ার করেছেন মোদি। যদিও কেন্দ্রে গত দশ বছর ধরে যে সরকার চলছিল, সেই পরিস্থিতি এখন আর নেই। তবে মোদির দাবি, ‘এবারের ভোটে ইভিএম যোগ্য জবাব দিয়েছে, এটা এনডিএ-র মহাবিজয়, অথচ ফল প্রকাশের পর আমাদের ফলকে খাটো করে দেখানোর চেষ্টা হল। যেন আমরা হেরে গিয়েছি। দেশবাসী জানে, আমরা না হেরেছি, না আমরা হারব। আগেও এনডিএ সরকার ছিল, এখনও আছে। আমরা হারলাম কোথা থেকে?” যদিও বিজেপিও গত ১৫ বছরে সবচেয়ে কম আসনে জয়লাভ করেছে এবার। তাদের আসন সংখ্যা ২৪০।

এদিন সরকার চালানো নিয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব দেন সর্বসম্মতির উপর। তাঁর কথায়, সর্বসম্মতিতে চলবে দেশ। তিন দশক ধরে এনডিএ রয়েছে। এটা সামান্য ঘটনা নয়। আগামী দিনেও সর্বসম্মতি নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। যদিও জোট ধর্ম বজায় রাখতেই মোদির মুখে সর্বসন্মতির কথা উঠে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০১৪ ও ২০১৯ সালে স্পষ্ট বহুমত থাকার সময় মোদিকে খুব একটা এনডিএ জোটের প্রসঙ্গ তুলতে দেখা যায়নি। তবে এবার সরকার গড়তে নায়ডু ও নীতীশের উপর নির্ভরশীলতাই মোদিকে জোটধর্মের পথে ফিরিয়ে এনেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদির কথায় তাঁর কাছে সব দলই সমান। সেটাই এনডিএর স্পিরিট। তাই গত ৩০ বছর ধরে জোট হিসেবে টিকে রয়েছে এনডিএ।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Locarno Film Festival | প্রথম ভারতীয় হিসেবে ৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার শাহরুখকে

0
তপন বকসি, মুম্বই: ৭৭তম লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Locarno International Film Festival) প্রথম ভারতীয় হিসাবে কেরিয়ার অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah...

Vladimir Putin | হাথরস কাণ্ডে বিশ্বজুড়ে শোক, বিশেষ বার্তা পাঠালেন পুতিন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে (Hathras) সৎসঙ্গের অনুষ্ঠানে যোগ দিতে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। ঘটনায় ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও...

ICC Ranking | বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, যৌথভাবে শীর্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ২০ ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন...

Malda | জমি বিবাদের জেরে বোমাবাজি, রণক্ষেত্র হয়ে উঠল মালদার গ্রাম

0
হরিশ্চন্দ্রপুর: মাত্র ৩ শতক জমিকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে চরম বিবাদের জেরে রণক্ষেত্র হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মালিওর ১ গ্রাম পঞ্চায়েত এলাকা।...

Leopard | চা পাতা তুলতে গিয়ে আচমকাই হামলা, মহিলার মুখে থাবা বসাল চিতাবাঘ

0
নাগরাকাটা: কাঁচা চা পাতা তুলতে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। সেইসময় যে ঝোপের আড়ালে লুকিয়ে ছিল একটি চিতাবাঘ(Leopard), তা টেরই পাননি কেউ। পাতা তুলতে তুলতে আচমকাই...

Most Popular