সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Pardubi | আবাসের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে! প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা, অভিযোগ উপভোক্তার

শেষ আপডেট:

পারডুবি: আবাসের এক উপভোক্তার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার অভিযোগ উঠল (Awas Yojana)। আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢোকার মেসেজ ফোনে আসলেও টাকা পাননি ওই উপভোক্তা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের বারোমাইল সংলগ্ন এলাকায় (Pardubi)।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের অভিযোগ, প্রায় দেড় মাস আগে তাঁর নজরে আসে যে মেসেজ এলেও ব্যাংক অ্যাকাউন্টে আবাসের কোনও টাকা ঢোকেনি। এমনকি টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়। এরপরই স্থানীয় পঞ্চায়েত প্রধান, বিডিওকে লিখিতভাবে বিষয়টি জানান তিনি। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

এই ঘটনা সামনে আসার পরই প্রশ্ন উঠছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ও আধার নম্বর সংযুক্তিকরণ করেই আবাসের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে, তাহলে কার গাফিলতিতে এমনটা হল? কবেই বা ওই উপভোক্তার সমস্যার সমাধান হবে? এ প্রসঙ্গে পারডুবি গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান পূর্ণিমা বর্মন বলেন, ‘বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার সমাধান করার কথা জানিয়েছি।’ ব্লকের বিডিও অর্ণব মুখোপাধ্যায়ও বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Dance Bangla Dance | উনিশবিশার ঋদ্ধির নাচে মুগ্ধ মিঠুন, শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছে গ্রামবাসী

ঘোকসাডাঙ্গা: ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপাচ্ছেন উত্তরবঙ্গের একাঝাঁক নৃত্য...

Raiganj | উপপ্রধান সহ বিজেপির ৮ গ্রাম পঞ্চায়েত সদস্য গেলেন তৃণমূল কংগ্রেসে, তবুও বোর্ড বিজেপির দখলে!

রায়গঞ্জ: উপপ্রধান সহ বিজেপির ৮ গ্রাম পঞ্চায়েত সদস্য রবিবার...

Kishanganj murder | নেশার টাকা না পাওয়ায় ক্ষোভ! বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করল ছেলে   

কিশনগঞ্জ: নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত অবস্থায় বাবাকে লাঠি...

Harishchandrapur | তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবি! চটি হাতে রাস্তায় নামলেন শয়ে শয়ে মহিলা

হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের কিষান সেলের রাজ্য কমিটির নেত্রী সালমি খাতুনকে...