পারডুবি: আবাসের এক উপভোক্তার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার অভিযোগ উঠল (Awas Yojana)। আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢোকার মেসেজ ফোনে আসলেও টাকা পাননি ওই উপভোক্তা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের বারোমাইল সংলগ্ন এলাকায় (Pardubi)।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের অভিযোগ, প্রায় দেড় মাস আগে তাঁর নজরে আসে যে মেসেজ এলেও ব্যাংক অ্যাকাউন্টে আবাসের কোনও টাকা ঢোকেনি। এমনকি টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়। এরপরই স্থানীয় পঞ্চায়েত প্রধান, বিডিওকে লিখিতভাবে বিষয়টি জানান তিনি। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
এই ঘটনা সামনে আসার পরই প্রশ্ন উঠছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ও আধার নম্বর সংযুক্তিকরণ করেই আবাসের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে, তাহলে কার গাফিলতিতে এমনটা হল? কবেই বা ওই উপভোক্তার সমস্যার সমাধান হবে? এ প্রসঙ্গে পারডুবি গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান পূর্ণিমা বর্মন বলেন, ‘বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার সমাধান করার কথা জানিয়েছি।’ ব্লকের বিডিও অর্ণব মুখোপাধ্যায়ও বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।