Must-Read News

দাড়িভিটকাণ্ডে আদালত অবমাননার রুল জারি, হাজিরার নির্দেশ চার প্রশাসনিক কর্তাকে

কলকাতা: উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতের দেওয়া নির্দেশ ১০ মাস পরও কেন কার্যকর করা হয়নি, তা নিয়ে ক্ষুব্ধ বিচারপতি। শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি, সিআইডিকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিন বিচারপতির এই নির্দেশে খুশি মৃত দুই ছাত্রের পরিবার।

মৃত ছাত্র রাজেশ সরকারের মা ঝর্ণা সরকার বলেন, ‘আমাদের একটাই চাওয়া। তা হল ছেলের খুনিদের কঠোর শাস্তি। বিচারপতি রাজশেখর মান্থা আমাদের কাছে ভগবান। রাজ্যের সরকারের এনআইএ তদন্তে অসহযোগিতা নিয়ে তাঁর নির্দেশে আমাদের আশা ফের জেগে উঠেছে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভ চলে। পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের খণ্ডযুদ্ধ বাধে। পুলিশের গুলিতে তাপস বর্মন ও রাজেশ সরকার নামে দুই ছাত্রের মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন এলাকা উত্তপ্ত ছিল। প্রকৃত তদন্তের দাবিতে পরিবারের সদস্যরা বাড়ির পাশে দেহ কবর দিয়ে রাখেন। সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনের জেরে দু’মাস বন্ধ ছিল দাড়িভিট স্কুল।

এই ঘটনায় তদন্ত করছিল সিআইডি। পরে মামলা হাইকোর্টে পৌঁছালে বিচারপতি রাজশেখর মান্থা গত বছরের ১০ মে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর করা হয়নি। আদালতে মামলাকারীদের আইনজীবী জানান, রাজ্য সরকার এখনও কোনও ক্ষতিপূরণ দেয়নি। সিআইডি তদন্তের নথি এনআইয়ের হাতে তুলে দেয়নি। তখনই বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল। ওইদিন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও সিআইডির এডিজিকে হাজিরা দিয়ে জানাতে হবে কেন আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি।

অপর এক মৃত ছাত্র তাপস বর্মনের মা ঝর্ণা বর্মন বলেন, ‘হাইকোর্টের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। সঙ্গে রাজ্য সরকারের কাছে আবেদন, এনআইএ তদন্তে সহযোগিতা করে আমাদের ছেলের খুনিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Bajrang Punia | প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! কুস্তিগির পুনিয়াকে আচমকা নির্বাসিত করল নাডা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! হরিয়ানার ফ্রিস্টাইল কুস্তিগির বজরং পুনিয়াকে নির্বাসিত…

23 mins ago

একই গ্রামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সামসী: ঘর ছেড়ে বাইরে কাজে গিয়ে মৃত্যু হল একই রতুয়া-২ ব্লকের চাতর গ্রামের ২ পরিযায়ী…

38 mins ago

Kickboxing | বাবা রাজমিস্ত্রী, কিকবক্সিংয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সোনা জিতল দুই সন্তান

বেলাকোবা : বাবা পেশায় রাজমিস্ত্রী। সেই পরিবারেরই ছেলে ও মেয়ে দু’জনেই রাজ্য জুনিয়র কিকবক্সিং প্রতিযোগিতায়…

1 hour ago

Cough syrup smuggling | সাইকেলের যন্ত্রাংশের আড়ালে কাফসিরাপ পাচারের চেষ্টা! বানচাল করল পুলিশ ও এসটিএফ

শিলিগুড়ি: গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফসিরাফ উদ্ধার করল পুলিশ। সঙ্গে ফুলবাড়ির জিয়াগঞ্জ…

1 hour ago

Siliguri | কখনও রাস্তায় শুয়ে পড়ছেন, কখনও হুমকি দিচ্ছেন! রিকশাওয়ালাকে সামলাতে নাজেহাল ট্রাফিক

শিলিগুড়ি: ভেনাস মোড়ে  রবিবারের সকালে কার্যত তাণ্ডব করতে দেখা গেল এক রিকশা চালককে। কখনও তাঁকে…

2 hours ago

Sandeshkhali Viral video | সিবিআইয়ের ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলুক, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির স্ট্রিং অপারেশনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির…

2 hours ago

This website uses cookies.