Wednesday, January 15, 2025
Homeসম্পাদকীয়উত্তর সম্পাদকীয়নিয়ন্ত্রিত ভয় পাওয়াই পছন্দের বিনোদন

নিয়ন্ত্রিত ভয় পাওয়াই পছন্দের বিনোদন

বাংলা গল্পে তন্ত্র এখন ট্রেন্ডিং। সিনেমা হিট হয় বন্দুক দিয়ে নয়, রামদা-ভোজালি দিয়ে কতগুলো মুণ্ডু কাটা গেল তার ওপর। 

কৌশিক দাম

‘সেই সাপ জ্যান্ত, গোটা দুই আনতো’ সেই কবে থেকে আমরা সেই সাপ পছন্দ করি, যার বিষ নেই, অর্থাৎ ভয় পেতে ভালোবাসি। আমাদের, আরও ভালো করে বলতে গেলে নিয়ন্ত্রিত ভয় পাওয়া আজ সবচেয়ে পছন্দের বিনোদন।

বাংলা গল্পে তন্ত্র, বলি এখন ট্রেন্ডিং। সিনেমা হিট হয় বন্দুক দিয়ে নয়, রামদা-ভোজালি দিয়ে কতগুলো মুণ্ডু কাটা গেল তার ওপর। খবর সেটাই বেঁচে থাকে, যেটায় প্রচুর পাশবিক নির্যাতন থাকবে বা কোনও সাইকো দৃষ্টিকোণ থাকবে। দিনশেষে একটা ভয় খুব ভালো বিক্রি হয়।

স্কুইড গেমের মতো ওয়েব সিরিজ সুপার হিট, যেখানে মানুষ মরবে আর মজা দিয়ে যাবে দর্শককে, আর সবচেয়ে বড় রিয়েলিটি শো তো কয়েকদিন আগেই শেষ হল পৃথিবীতে, যেখানে মানুষ দেখল পাড়ায় পাড়ায় মৃত্যুমিছিল, স্তূপাকার লাশে পেট্রোল দিয়ে পোড়ানো, অথবা নদীর জলে ভেসে বেড়ানো কিছু দুর্ভাগার দেহ, তাই মঞ্চ তৈরিই আছে। এবার এই মঞ্চে যে কোনও হিট সিনেমার মতো সিক্যুয়েল আনার খবর দিতে পারলেই সুপার হিট, ‘আবার আসছে সেই মুখোশ চাপা দিন।’

সোশ্যাল মিডিয়া দেখলেই দেখা যাচ্ছে একটা নাম এইচএমপিভি। হিউম্যান মেটানিউমো ভাইরাস, অনেকেই বলছেন নতুন ভাইরাস। কিন্তু ইন্টারনেট দেখাচ্ছে ২০০১ সালে নেদারল্যান্ডসে একজন চিকিৎসক ভাইরাসকে চিহ্নিত করেন। আরও ভালো করে জানলে জানা যাবে এটির দাদু বা তার ঠাকুরদার বাবা ১০০ বছর ধরে এই পৃথিবীতে আছেন বা ছিলেন। উনি নতুন নন। বিশিষ্ট চিকিৎসকরা বলছেন, বিগত কিছু বছরে কিছু সিরিয়াস রোগীর কয়েকটা টেস্ট করলে তখনও হয়তো এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও যেতে পারত।

এই টেস্টগুলোর গড় খরচ নাকি প্রায় পনেরো হাজার টাকা। এবার ভাবা দরকার শীতকালে লালমোহনবাবুর মাঙ্কি টুপি পরেও হাঁচি-কাশিতে ভোগেনি কোন বাঙালি? ওষুধ খেলে সাতদিনে সেরে গিয়েছে। না খেলে এক সপ্তাহ লেগেছে সারতে। কিন্তু নোবেল করোনা এখন কোনও কিছুকেই নর্মালভাবে নিতে দিচ্ছে না, আসলে ভাইরাসের মার্কেট এখন গরম অথচ নিউমোনিয়াতে বেশি মারা যাচ্ছে মানুষ ব্যাকটিরিয়ায়, অনেক বেশি মানুষ মারা যাচ্ছেন জীবাণু আক্রমণে। কিন্তু এদের দিকে কেউ ফিরে তাকাচ্ছে না।

এবার ক্ষুধার্ত শিয়ালের সামনে আপনি যদি একটা নধর মুরগি রাখেন, তাহলে খাওয়ার জন্য খুব দোষ দেওয়া যায়? এরকম চললে ভয় দেখানো যাদের ব্যবসা, তারা তো একটা হরর প্লট লিখবেই। তারা আপনাকে বাধ্য করবে সাধারণ সর্দিকাশিতে ২০ হাজার টাকার টেস্ট, আর অনেক অপ্রয়োজনীয় কিছু।

এবার আমরা তাই বলে সবাই ফুঁ দিয়ে উড়িয়ে দেব এটাও হবে না। কারণ অনেক রাজ্য সরকার কিছু বিধিনিষেধ নিতে বলেছে, আর তারা সেটা এমনি এমনি নিশ্চয়ই করেনি।

তাই আমাদের শিক্ষা নিতে হবে পূর্ব অভিজ্ঞতা থেকে। সতর্ক থাকতে হবে প্যানিক না করে, কারণ এবার আক্রান্ত হবার সম্ভাবনা বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্যদের। যারা কিছু বুঝতে পারে না। এবার কিছুতেই একলা ঘরকে নিজের দেশ বানাতে দেওয়া যাবে না, নিজেকে বা নিজের প্রিয় মানুষগুলোকে কিছুতেই পণ্য হতে দেওয়া যাবে না।

(লেখক শিক্ষক। জলপাইগুড়ির বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Darjeeling zoo | শীতে কাঁপছে পাহাড়, দার্জিলিং চিড়িয়াখানায় পশুর জন্য হিটারের ব্যবস্থা

0
দার্জিলিং : প্রচণ্ড শীতে কাঁপছে দার্জিলিং। রাতের ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। উচ্চতা বেশি হওয়ায় চিড়িয়াখানায় ঠান্ডাটা আরও কিছুটা...

বেসুরের ভবিতব্য

0
বড়ই সাধের নামকরণ করা হয়েছিল। ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।’ সংক্ষেপে ‘ইন্ডিয়া।’ ভাবটা যেন বেঁধে বেঁধে চলা, ঐক্যবদ্ধ ভারতের প্রতিচ্ছবিই হল বিরোধী জোট। ২৬টি...

Siliguri | সরকারি জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস

0
সাগর বাগচী, শিলিগুড়ি : সরকারি জায়গা দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায় শাসকদলের বিরুদ্ধে সরকারি...

ম্যাজিককে আশ্রয় করে ঠকিয়ে ব্যবসা অনুচিত

0
পি সি সরকার মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক ঈশ্বর অথবা শয়তান—এসব নিয়ে ওঝা, পুরোহিত, কাপালিকের ক্রিয়াকলাপ, যা সেকালে চলত বলে প্রমাণিত, তাকে আমি বলি ‘যাদু’। আর একালে একজন...

Elevated corridor | এলিভেটেড করিডর নিয়ে দোলাচল, ব্যবসা নষ্টের শঙ্কায় সেবক

0
সানি সরকার, শিলিগুড়ি : এলিভেটেড করিডরে চাপা পড়তে পারে ব্যবসা, এই আশঙ্কা এখন কুরে-কুরে খাচ্ছে সেবক বাজারের বাসিন্দাদের। কীভাবে ভবিষ্যতে রুটিরুজির সংস্থান হবে, বুঝে...

Most Popular