রায়গঞ্জ: মেয়ের খসড়া গবেষণাপত্রের প্রি-সাবমিশন সেমিনারের দিন বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর উপস্থিতিকে ঘিরে বিতর্ক তৈরি হল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষণাপত্রের প্রি-সাবমিশনের সেমিনার ছিল শুক্রবার। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে এদিন সেমিনারে অংশ নেন। চূড়ান্ত গবেষণাপত্র জমা দেওয়ার আগে প্রি-সাবমিশন সেমিনারে অংশ নিতে হয় গবেষকদের। সেমিনার বোর্ডের ছাড়পত্র পেলেই গবেষক তার চূড়ান্ত গবেষণাপত্র জমা দিতে পারেন। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সম্মতিক্রমেই তা সম্ভব। তবে মেয়ের সেমিনারের দিন বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর প্রশ্ন, একজন মন্ত্রী হয়ে তিনি কী করে মেয়ের থিসিস জমার দিন উপস্থিত থাকতে পারেন। রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন ‘একদিকে স্কুল কলেজ বন্ধ রেখে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, অন্যদিকে শিক্ষামন্ত্রী মেয়ের ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয়ে বসে আছেন।’ যদিও এই অভিযোগ মানতে নারাজ মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরেশবাবুর দাবি, তিনি সেমিনারে ছিলেন না। সরকারি কাজেই এদিন বিশ্ববিদ্যালয়ে যান তিনি। যদিও বিশ্ববিদ্যালয়ের ডিন কালীশঙ্কর তেওয়ারির বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে মন্ত্রীর কোনও সরকারি কর্মসূচি ছিল না।
আরও পড়ুন :স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে সময় চাইল রাজ্য