Exclusive

Cooch Behar | আজব কাণ্ড! কাজে অনুপস্থিত থাকায় ‘মৃত’ শিক্ষককে শোকজ প্রশাসনের

গৌরহরি দাস, কোচবিহার: মৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই ভোটাধিকার প্রয়োগ করে আসছেন! কার ভুলে তা নিয়ে বহু তর্কবিতর্ক হয়েছে। প্রচুর খবরও হয়েছে। কিন্তু এই প্রবণতা বন্ধ হয়নি। কিন্তু মৃত ভোটকর্মীর নামে শোকজ লেটার আসার মতো ঘটনা হয়তো এর আগে ঘটেনি। কোচবিহারের (Cooch Behar) দেবীবাড়ি এলাকার মৃত এক শিক্ষকের (Teacher) নামে ভোটের ডিউটির শোকজ লেটার এসেছে। সেই চিঠি সরাসরি ওই শিক্ষকের বাড়িতে না গেলেও এসআই অফিসে এসেছে।

অপরদিকে, কোচবিহার শহরের ম্যাগাজিন রোড (এক্সটেনশন) এলাকার বাসিন্দা এক শিক্ষিকার ভোটের ডিউটির অ্যাপয়েনমেন্ট লেটার বা তার কোনও হার্ড কপি না এলেও মোবাইলে এসএমএসের মাধ্যমে তাঁকে বৃহস্পতিবার শোকজ করা হয়। কোচবিহার শহরে এ ধরনের আরও বেশ কিছু ঘটনা রয়েছে। ঘটনাগুলি জানাজানি হওয়ার পর শোরগোল ছড়ায়। এ বিষয়ে কোচবিহারের নির্বাচনি ওসি সর্বেশ্বর মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।

কোচবিহার শহরের দেবীবাড়ি এলাকার বাসিন্দা তথা সরস্বতী হিন্দি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতারাম রায় গত ২৫ ডিসেম্বর মারা যান। অথচ তাঁর জন্য ভোটে ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি বরাদ্দ হয়েছে। তিনি কেন ভোটের ডিউটির প্রশিক্ষণে যোগ দেননি তার জন্য তাঁকে গত ৮ এপ্রিল একটি শোকজ চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার কোচবিহার শহরে দেবীবাড়ি এলাকায় তাঁর বাড়িতে গেলে দেখা যায়, মৃত শিক্ষকের বৃদ্ধ বাবা রাজেন্দ্র রায় এবং তাঁর বৃদ্ধা মা বাড়ির বারান্দায় গ্রিলের ভেতরে বসে রয়েছেন। জিজ্ঞাসা করা হলে তাঁরা জানান, তাঁদের ছেলে ২৫ ডিসেম্বর মারা গিয়েছে। ভোটের ডিউটির শোকজ লেটার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তাঁরা বিস্ময় প্রকাশ করেন। সীতারামের স্ত্রী অনীতা বললেন, ‘শোকজের কোনও চিঠি পাইনি। স্বামীর নামে এমন চিঠি এসেছে বলে পরে এসআই অফিস সূত্রে জানতে পারি।’

অ্যাপয়েনমেন্ট লেটার না এলেও ভোটের শোকজ পাওয়া শিক্ষিকা শুচিস্মিতা নন্দী সিনহা বললেন, ‘ভোটের ডিউটির কোনও অ্যাপয়েনমেন্ট লেটার বা হার্ড কপি না পেলেও বৃহস্পতিবার মোবাইলে মেসেজে শোকজ লেটার পাই। এরপর শোকজের লিখিত উত্তর আমরা জেলা নির্বাচনি কার্যালয়ে গেলে কথাবার্তার পর সেখান থেকে আমাদের হাতে শোকজের চিঠি ও অ্যাপয়েনমেন্টের হার্ড কপি হাতে ধরিয়ে দেওয়া হয়।’ তিনি বলেন, ‘ভোটের ডিউটি করব না সেটা তো কখনও বলিনি। কিন্তু অ্যাপয়েনমেন্ট লেটার না আসার পরেও শোকজ চিঠি কীভাবে আসে সেটা আমার বোধগম্য হয়নি।’ এই সমস্ত ঘটনায় প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Siliguri | মহানন্দা সেতুর নীচে মদ-জুয়ার আসর, ক্ষোভ বাসিন্দাদের

শিলিগুড়ি: পুলিশের নাকের ডগায় বসেছে জুয়ার আসর। শিলিগুড়ির(Siliguri) এয়ারভিউ মোড় সংলগ্ন মহানন্দা সেতুর(Mahananda Bridge) নীচেই…

53 mins ago

Siliguri | বৃষ্টিতে ডেঙ্গির প্রকোপ বাড়ার শঙ্কা, নজরদারি বাড়াচ্ছে পুরনিগম

রাহুল মজুমদার, শিলিগুড়ি: বৃষ্টি নিয়ে দোলাচলে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের দুই দপ্তর। জল সংকটের মাঝে বৃষ্টিতে…

55 mins ago

COVID-19 | ফের থাবা করোনার! সিঙ্গাপুরে আক্রান্ত প্রায় ২৬ হাজার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে (Singapore) নতুন করে থাবা বসাল করোনা ভাইরাস (COVID-19)। করোনার নতুন…

1 hour ago

Elephant | ফের জঙ্গলে রুটিন টহলদারিতে শিলাবতী

ময়নাগুড়ি: দেখতে দেখতে তিন মাসের বেশি সময় হয়ে গেল। রামশাই (Ramsai) মেদলা ক্যাম্পের জঙ্গলে সেভাবে…

1 hour ago

Health Care Centre | উদ্বোধনের পাঁচ মাস পরেও অচল স্বাস্থ্যকেন্দ্র

কার্তিক দাস, খড়িবাড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন অধিকারীর বারাসতভিটার সুস্বাস্থ্যকেন্দ্র…

2 hours ago

This website uses cookies.