শীতলকুচি: ভারত-বাংলাদেশ সীমান্তে কোচবিহারের (Cooch Behar) পশ্চিম শীতলকুচি গ্রামের এক বাসিন্দাকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা! জানা গিয়েছে, পাশের গ্রাম নগর সিংমারি সীমান্তে মাদকদ্রব্য চোরাকারবারের সময় বিএসএফ (BSF) জওয়ানদের গুলিতে জখম হয় এক বাংলাদেশি। জখম যুবকের বাড়ি বাংলাদেশের (Bangladesh) হাতিবান্ধা থানার মধ্য সিংমারি গ্রামে। তাকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোচবিহার এমজেএনে রেফার করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার জেরে এক ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। উকিল বর্মন নামে ওই কৃষক কাঁটাতারের ওপারে তাঁর জমিতে কাজ করতে গিয়েছিলেন। তাঁকে বাংলাদেশিরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। বিকাল সাড়ে তিনটে পর্যন্ত তাঁকে ফিরিয়ে আনতে পারেনি বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সমস্যার সমাধানে এদিন বিকেলে ফ্ল্যাগ মিটিং করবে বলে বিএসএফ সূত্রে খবর। অপহৃত কৃষকের স্ত্রীর দাবি, তাঁর স্বামী খেতের মধ্যে কিছু ছেড়ে এসেছেন কি না তা দেখতে যেতেই কয়েকজন বাংলাদেশি তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। যদিও ঘটনায় বিএসএফের তরফে এখনও কিছু জানানো হয়নি।