Sunday, June 30, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গCooch Behar | উপপ্রধান ও ২ সদস্যের দলবদল! কোচবিহারে বিজেপি হারতেই পারডুবি...

Cooch Behar | উপপ্রধান ও ২ সদস্যের দলবদল! কোচবিহারে বিজেপি হারতেই পারডুবি পঞ্চায়েতে দখলের পথে তৃণমূল

পারডুবি: লোকসভা ভোটে (Lok sabha election 2024) উত্তরবঙ্গে বাকি আসনগুলি জিততে না পারলেও কোচবিহার (Cooch Behar) আসনটি দখলে রেখেছে তৃণমূল (TMC)। এদিকে তৃণমূল জিততেই মাথাভাঙ্গা ২ এর পারডুবি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার বিজেপির টিকিটে জেতা পারডুবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পূর্ণিমা বর্মন সহ আরও দু’জন পঞ্চায়েত সদস্য তাঁদের দলবল নিয়ে তৃণমূলে যোগদান করেছেন। এমনটাই খবর তৃণমূল সূত্রে।

পারডুবি গ্রাম পঞ্চায়েতের হিন্দুস্তান মোড়ে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক (হিপ্পি), তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী, মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা সাবলু বর্মন সহ তৃণমূল নেতারা।

জেলা সভাপতি অভিজিত দে ভৌমিকের কথায়, ‘সবে শুরু। বিজেপির দখলে থাকা সব গ্রাম পঞ্চায়েতই স্বেচ্ছায় আমাদের দলে যোগদান করবে। মানুষ উন্নয়ন দেখে দিদির পক্ষে রায় দিয়েছে।’ পারডুবি গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত ভোটে ২২টির মধ্যে বিজেপি ১২টি আসন পেয়ে বোর্ড নিজেদের দখলে রাখে। তৃণমূল পেয়েছিল ১০টি। এখন দলবদলের পর আসন সংখ্যা দাঁড়াল তৃণমূলের ১৩ ও বিজেপির ৯। ফলে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া এখন শুধু সময়ের অপেক্ষা। এবিষয়ে বিজেপি নেতা তথা মাথাভাঙ্গা বিধানসভার বিধায়ক সুশীল বর্মনের কথায়, ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে অনেককে ভয় দেখিয়ে তৃণমূল এসব করছে। এর জবাব আগামীতে সাধারণ মানুষ দেবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
কোচবিহার:- মাথাভাঙ্গার রুইডাঙ্গা এলাকায় নির্যাতিতা মহিলার বয়ান নিলো পুলিশ । রবিবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত মহিলা থানায় নির্যাতিতা মহিলাকে নিয়ে আসা হয় ।...

Jayanti | নিশ্চিহ্ন হওয়ার পথে শতাব্দীপ্রাচীন জয়ন্তী ব্রিজের পিলার

0
ভাস্কর শর্মা, জয়ন্তী: আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই। আমি এখনও শেষ হয়ে যাইনি। তোমরা পাথর সরিয়ে আমাকে বের করো।...

রাজগঞ্জে কারবার এক সংগঠিত শিল্প

0
  দীপ সাহা দিগন্ত বিস্তৃত মাঠ। যতদূর চোখ যায় সবুজের সমারোহ। তার মাঝে মাঝে এখন মাথা তুলেছে টিনের চালা। কোথাও আবার কংক্রিটের ইমারত স্বমহিমায় দাঁড়িয়ে।...

খুঁটি পুঁতলেই লাখ টাকা

0
শুভঙ্কর চক্রবর্তী ‘ফাঁকা জমি দেখতে যদি পাও দেরি না করে খুঁটি পুঁতে দাও। দৌড়ে যাও বিএলআরও-র কাছে দেখবে, কাগজ রেডি করাই আছে। নেতার ট্যাঁকে ঢুকলে দু-দশ লাখ সরকারি জমি...

মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ, মাশরুম চাষের প্রশিক্ষণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

0
নাগরাকাটা: চা বাগানের মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সেখানকার সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট (কোফাম)-এর তরফে পাহাড়, ডুয়ার্স ও তরাইয়ের...

Most Popular