দিনহাটা: আবাসের নামে টাকা তোলা এবং অনৈতিকভাবে নাম উপভোক্তা তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে দলীয় প্রধানের বিরুদ্ধে সরব হল তৃণমূলেরই একাংশ। এনিয়ে মঙ্গলবার কোচবিহারের (Cooch Behar) দিনহাটার (Dinhata) গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তৃণমূল কংগ্রেসের (TMC) পঞ্চায়েত সদস্য ও স্থানীয়রা। এরপরই পঞ্চায়েত সদস্য ও দলের প্রধান ঘনিষ্ঠদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। উওপ্ত হয়ে ওঠে এলাকা।
অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান সোনম কালোয়ার এবং অঞ্চল সভাপতি আসাদুল হক মিলে কেবলমাত্র চারটি বুথের বাসিন্দাদের নাম আবাসের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। সেই তালিকা থেকে বঞ্চিত হয়েছে আরও ১০টি বুথের বাসিন্দারা। সে খবর জানতে পেরে পঞ্চায়েত সদস্য এবং স্থানীয়রা গ্রাম পঞ্চায়েত অফিসে এসে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ।
গ্রাম পঞ্চায়েত সদস্য আবদুল ওলিন অভিযোগ করেন, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আসাদুল হক তাঁর লোকজন নিয়ে এসে তাঁদের মারধর করেন। পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। অপরদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন আসাদুল হক। তাঁর কথায়, তিনি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন তালা লাগানোর কারণ জানার জন্য। সেসময় তাঁকেই মারধর করা হয়। এবিষয়ে প্রধান সোনম কালোয়ারের বক্তব্য, এদিন পঞ্চায়েত অফিসে এসে দেখেন কয়েকজন পঞ্চায়েত সদস্য অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। বিষয়টি জানতে চাইলে তাঁদের উপর চড়াও হন তাঁরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।