শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Cooch Behar | আবাসের তালিকা ঘিরে অভিযোগ! প্রধান ও অঞ্চল সভাপতির অনুগামীদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন পঞ্চায়েত সদস্যরা

শেষ আপডেট:

দিনহাটা: আবাসের নামে টাকা তোলা এবং অনৈতিকভাবে নাম উপভোক্তা তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে দলীয় প্রধানের বিরুদ্ধে সরব হল তৃণমূলেরই একাংশ। এনিয়ে মঙ্গলবার কোচবিহারের (Cooch Behar) দিনহাটার (Dinhata) গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তৃণমূল কংগ্রেসের (TMC) পঞ্চায়েত সদস্য ও স্থানীয়রা। এরপরই পঞ্চায়েত সদস্য ও দলের প্রধান ঘনিষ্ঠদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। উওপ্ত হয়ে ওঠে এলাকা।

অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান সোনম কালোয়ার এবং অঞ্চল সভাপতি আসাদুল হক মিলে কেবলমাত্র চারটি বুথের বাসিন্দাদের নাম আবাসের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। সেই তালিকা থেকে বঞ্চিত হয়েছে আরও ১০টি বুথের বাসিন্দারা। সে খবর জানতে পেরে পঞ্চায়েত সদস্য এবং স্থানীয়রা গ্রাম পঞ্চায়েত অফিসে এসে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ।

গ্রাম পঞ্চায়েত সদস্য আবদুল ওলিন অভিযোগ করেন, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আসাদুল হক তাঁর লোকজন নিয়ে এসে তাঁদের মারধর করেন। পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। অপরদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন আসাদুল হক। তাঁর কথায়, তিনি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন তালা লাগানোর কারণ জানার জন্য। সেসময় তাঁকেই মারধর করা হয়। এবিষয়ে প্রধান সোনম কালোয়ারের বক্তব্য, এদিন পঞ্চায়েত অফিসে এসে দেখেন কয়েকজন পঞ্চায়েত সদস্য অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। বিষয়টি জানতে চাইলে তাঁদের উপর চড়াও হন তাঁরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Arijit Singh | পহেলগাঁও কাণ্ডের জেরে বাতিল চেন্নাই কনসার্ট, অরিজিৎ-এর সিদ্ধান্তকে কুর্নিশ আমজনতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror...

Gambhira folk dance | গম্ভীরায় উঠে আসবে চাকরিহারাদের দুর্দশার কথা

সিদ্ধার্থশংকর সরকার, মালদা: অযোগ্যদের সঙ্গে যোগ্য শিক্ষকরাও চাকরি হারিয়েছেন। ...

Pahalgam Attack | পহেলগাঁও আবহে ওমর আব্দুল্লাহর বাস ভবনে রাহুল, দেখা করলেন আহতদের সঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে পহেলগাঁও (Pahalgam Attack)...

Rahul Gandhi | সাভারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য! রাহুলকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক বছর ধরে বীর...