Monday, September 16, 2024
Homeউত্তরবঙ্গবন্দে ভারতের স্টপেজ থেকে বঞ্চিত কোচবিহার, ট্রায়াল রানের দিনই ছড়াল ক্ষোভ

বন্দে ভারতের স্টপেজ থেকে বঞ্চিত কোচবিহার, ট্রায়াল রানের দিনই ছড়াল ক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারতের ট্রায়াল রান হল রবিবার। এটি বাংলার তৃতীয় বন্দে ভারত যা এনজেপি থেকে গুয়াহাটি চলাচল করবে। এদিন এই ট্রায়াল রানের পর দাবি উঠল, বন্দে ভারতকে কোচবিহারেও স্টপেজ দিতে হবে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন কোচবিহারবাসী। ইতিমধ্যেই কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায়ও এনিয়ে সরব হয়েছেন। সেই সঙ্গেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও সরব হয়েছেন।

পার্থপ্রতীম রায় তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নিউ জলপাইগুড়ি- গুয়াহাটি বন্দে ভারত রেলের সময় সারণী আর স্টপেজ সংক্রান্ত বিজ্ঞপ্তি রেলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। আমরা কোচবিহারের মানুষ প্রত্যাশা করেছিলাম নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারতের স্টপেজ হবে। আর এই আশা জাগিয়েছিল কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। বিভিন্ন সময় বক্তৃতা করে বলেছিল নিউ কোচবিহারে স্টপেজ হবে। কথা ও কাজের মধ্যে যে মিল নেই এটাতে আরেকবার স্পষ্ট হল। শুধুই ভাওতাবাজি আর বাতেলাবাজি। এই ঘটনা থেকে দুটো বিষয় স্পষ্ট হয় কোচবিহারের হয়ে তিনি মন্ত্রকে কোনো সওয়াল করতে ব্যর্থ অথবা তার কথার কোনো গুরুত্ব নেই। ঘটনা যাই হোক ভাওতাবাজি ছেড়ে নিউ কোচবিহারে আমরা বন্দেভারতের স্টপেজ চাই চাই-ই। কথায় কথায় উত্তরবঙ্গ -কোচবিহার বঞ্চিত বলে যারা চিৎকার করে এবার তারাও একটু মুখ খুলুন আর এদের ইন্ধনকারী বিজেপির সাংসাদ-বিধায়করা এবার একটু কিছু বলুন। কেন কোচবিহার বঞ্চিত হল রেলমন্ত্রকের পক্ষ থেকে। আর সাংসদ নিশীথ প্রামাণিকেরও জবাব চাই।‘

উল্লেখ্য, রেলের বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, এই ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলবে। এটি নিউ জলপাইগুড়ি ছাড়ার পরে নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, কামাখ্য়া ও তারপর শেষ স্টেশন গুয়াহাটিতে থামবে। সময় লাগবে ৫ ঘণ্টা ৫০ মিনিট। কোচবিহারবাসীর দাবি, নিউ কোচবিহার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। যারা কোচবিহার গুয়াহাটি সবসময় যাতায়াত করেন তাঁরা উপকৃত হবেন। এছাড়া কোচবিহারে অনেক দর্শনীয় স্থানও রয়েছে। সুতরাং পর্যটনের ক্ষেত্রেও কোচবিহারের ভূমিকা রয়েছে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cooch Behar | সেতারের সুরে

0
কোচবিহারঃ ভারতীয় উপমহাদেশে সেতারের ব্যবহার সম্ভবত মোগল সাম্রাজ্যের সময় থেকে। এরপর আমরা এই বাদ্যযন্ত্রের সুরে সমানে মেতেছি। তবে বর্তমানে প্রাচীন এই বাদ্যযন্ত্রের প্রসার যে...

Malda | বোলতার কামড়ে মৃত্যু শিশুর

0
মালদা: বোলতার কামড়ে মৃত্যু হল তিন বছরের শিশুর। চাঁচলের চন্দ্রাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত শিশুর নাম মহম্মদ মুনিরুদ্দিন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে...

Kulik Bird Sanctuary | কুলিকে গণনায় পাখির সংখ্যা বৃদ্ধির দাবি

0
রায়গঞ্জ: উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সকালে রায়গঞ্জ বনবিভাগের উদ্যোগে শুরু হল চলতি বছরের কুলিকের পরিযায়ী পাখি গণনা। রায়গঞ্জ কুলিক পাখিরালয় ছাড়াও ২...
Skin getting dry? Keep these foods in your diet

সপ্তাহে দু’দিন উপোস করলে কী কী উপকার হবে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উপোস করা শরীরের জন্য ভাল না খারাপ, সে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে। অনেকেই বলেন, সপ্তাহে অন্তত এক দিন...

RG Kar Protest | মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক শুরু, জট কাটার আশায় দু‘পক্ষই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শুরু হল। আন্দোলনকারীরা দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছেন। বৈঠক চলছে।...

Most Popular