কোচবিহার: কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার (Cooch Behar District Sports Association) ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে বুধবার। অনুষ্ঠানে এদিন কোচবিহারে (Cooch Behar) এসেছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল (Sandeep Patil)। শোভাযাত্রায় অংশ নেন তিনি। কোচবিহারের খুদে ক্রিকেটারদের কোচিংয়ের জন্য তিনি ফের এখানে আসবেন বলে আশ্বাস দেন।
কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের হাত দিয়ে জেলা ক্রীড়া সংস্থার সূচনা হয়েছিল। তার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কোচবিহার স্টেডিয়ামে (Cooch Behar Stadium) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ পাতিল।