বক্সিরহাট: মেছো বিড়াল দত্তক নিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। সোমবার তুফানগঞ্জ-২ ব্লকের রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রে জেলা বন দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেছো বিড়ালের ভরণপোষণের দায়িত্বভার তুলে দেওয়া হল তাঁদের হাতে। এদিন দ্যুতিমান ভট্টাচার্য ও তাঁর স্ত্রী রোশনি দাস ভট্টাচার্য এক বছরের জন্য বার্ষিক ত্রিশ হাজার টাকা ভরণপোষণের জন্য দিয়ে দায়িত্ব নেন মেছো বিড়ালটির। দ্যুতিমান ভট্টাচার্য বলেন, সরকারি নিয়ম মেনেই তাঁরা বিড়ালটির দায়িত্ব নিয়েছেন। তিনি চান এভাবেই এগিয়ে আসুক অনেকে।
অন্যদিকে জেলা বন বিভাগের এডিএফও বিজন কুমার নাথ বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য জু অথরিটির নির্দিষ্ট গাইডলাইন মেনে প্রথমবার রসিকবিল মিনি জু-তে বিড়াল দত্তক দেওয়া হয়েছে। দত্তক নেওয়া পশুকে বাড়ি নিয়ে যেতে পারবেন না এই দম্পতি। তবে দত্তক পশুর সঙ্গে দেখা করতে চাইলে তাঁদের সময়-সুযোগ করে আসতে হবে রসিকবিলে মিনি জু-তে। জেলা পুলিশ সুপারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা বন দপ্তর।