কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) জোড়া খুনের রহস্যের কিনারা করতে পৌঁছোল ফরেন্সিক টিম (Forensic Team)। তাঁরা ঘটনাস্থল থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। শুক্রবার জলপাইগুড়ি রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিক ড. মৌসুমী রক্ষিতের নেতৃত্বে তিন সদস্যের একটি দল প্রায় আড়াই ঘন্টা ধরে নমুনা সংগ্রহ করেন। মৌসুমীদেবী বলেন, ‘বায়োজলিক্যাল কিছু স্যাম্পেল পেয়েছি। সেগুলি পরীক্ষা করা হবে।’
প্রসঙ্গত, গত সোমবার ডাওয়াগুড়ির বাসিন্দা বিজয় বৈশ্য ও পরে তাঁদের আত্মীয় গোপাল রায়ের দেহ উদ্ধার হয়। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। ঘটনায় অভিযুক্ত বিজয় বৈশ্যর ছেলে প্রণব। তার খোঁজ এখনও না পাওয়ায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রণবের বিরুদ্ধেই বাবা বিজয় ও পিসতুতো দাদা গোপালকে খুনের অভিযোগ ওঠে। যদিও পুলিশের (Police) এক আধিকারিক জানিয়েছেন, প্রণবকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।