কোচবিহার: পুলিশের ‘মারে’ মহিলার মৃত্যুর অভিযোগ উঠল। এনিয়ে শনিবার পথ অবরোধে শামিল হলেন স্থানীয়রা। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় কোচবিহারের (Cooch Behar News) হরিণচওড়া এলাকায়।
স্থানীয় আম্বিয়া বিবির ছেলে আমজাদ আলির একটি ফাস্টফুডের (Fast Food) দোকান রয়েছে তোর্ষার বাঁধের রাস্তায়। জানা গিয়েছে, সেখানে গত বুধবার পুলিশের গাড়ির এক চালক গাড়ি পরিষ্কার করছিলেন। তা নিয়ে আমজাদের সঙ্গে চালকের বচসা হয়। অভিযোগ, এরপর শুক্রবার গভীর রাতে পাঁচটি গাড়িতে করে পুলিশ এবং ওই গাড়ির চালক হরিণচওড়া এলাকায় আমজাদের বাড়িতে চড়াও হয়। তাঁরা বাড়ির সদস্যদের বেধড়ক মারধর করতে থাকে। সেই সময় পুলিশের ‘মারে’ আম্বিয়া বিবি প্রাণ হারান বলে অভিযোগ উঠেছে। বাড়ির বাকি সদস্যদের রাতেই পুলিশ তুলে নিয়ে যায়।
এনিয়ে এদিন সকাল থেকে কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কে অবরোধ শুরু করেন স্থানীয়রা। প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর পুলিশের (Police) উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আম্বিয়া বিবির দেহ এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের (MJNMCH) মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ডেপুটি পুলিশ সুপার (সদর) চন্দন দাস বলেন, ‘উভয়পক্ষের কথাই শোনা হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দোষ প্রমাণিত হলে, শাস্তি হবে। সে পুলিশই হোক, আর যেই হোক।’