পারডুবি: তৃণমূলের কর্মীসভার জেরে বন্ধ হয়ে গেল স্কুলের পঠনপাঠন। কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙ্গা (Mathabhanga) ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের নিউ মাথাভাঙ্গা হাইস্কুলের ঘটনা। এদিন সকাল থেকে স্কুলে মাইক বাজছিল। ছাত্রছাত্রীরা স্কুলেও এসেছিল। কিন্তু তাদের বাড়ি পাঠিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ। কাদের অনুমতিতে স্কুল ছুটি দেওয়া হল? তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না স্কুলের প্রধান শিক্ষিকা নমিতা সাহা।
কেন স্কুল ছুটি দেওয়া হল? স্কুল ছুটি দেওয়ার জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকের অনুমতি ছিল কি না এসব প্রশ্নে কোন উত্তর পাওয়া যায়নি প্রধান শিক্ষিকার কাছ থেকে। তাঁর বক্তব্য, স্কুল পরিচালন কমিটি সিদ্ধান্ত নিয়ে এই মাঠে সভা করার অনুমতি দিয়েছে, কিছু ছাত্রছাত্রী এসেছিল। এখানে এদিন মাইক বাজছিল তাই দুটো ক্লাস করিয়ে তাদেরকে মিড ডে মিল খাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় অভিভাবক সাগর সরকার, নিমাই মণ্ডলদের অবশ্য বক্তব্য, আজ স্কুলে কোনও ক্লাসই হয়নি। স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রদীপ বর্মনের কথায়, পরিচালন কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েই এই সভা করার কথা বলা হয়েছে শাসকদলকে। এদিন চারটি ক্লাস করিয়ে মিড ডে মিল খাইয়ে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সরকারের কথায়, প্রশাসনের কর্তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। মাথাভাঙ্গা ২ পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মনের অবশ্য দাবি, অনুমতি নিয়েই সভা হয়েছে, স্কুলও যথারীতি হয়েছে।