Tuesday, June 25, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গHS Result 2024 | সাত নম্বর বেড়ে মেধাতালিকায় অষ্টম স্থানে কোচবিহারের সোহম

HS Result 2024 | সাত নম্বর বেড়ে মেধাতালিকায় অষ্টম স্থানে কোচবিহারের সোহম

কোচবিহার: প্রতীচী রায় তালুকদার, মনস্বী চন্দ এবং অঙ্কিতা ঘোষের পর এবার উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় স্থান করে নিল কোচবিহারের আরেক পরীক্ষার্থী। তার নাম সোহম সাহা। মাথাভাঙ্গা হাইস্কুলের এই পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবারে প্রথমে পেয়েছিল ৪৮২ নম্বর। মাত্র পাঁচ নম্বরের জন্য এবারও মেধাতালিকা হাতছাড়া হয়েছে, মানতে পারেনি সোহম। স্ক্রুটিনি করতে দিলে আরও সাত নম্বর বেড়ে হয় ৪৮৯ নম্বর। রাজ্য মেধাতালিকায় এবার সোহমের স্থান হয়েছে আট নম্বরে। সোহমের এই ফলাফলের কথা জানাজানি হতে বাড়ি ও স্কুলে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে।

সোহমের স্কুল মাথাভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক চৈতন্য পোদ্দার বলেন, ‘সোহমের এই ফলাফলে আমরা খুবই খুশি। কারণ এতদিন আমাদের স্কুল থেকে উচ্চমাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রী রাজ্য মেধাতালিকায় স্থান পেয়েছিল, তারা সকলেই বিজ্ঞান বিভাগের। সোহম প্রথম কলা বিভাগের ছাত্র হয়ে মেধাতালিকায় স্থান করে নিয়েছে।’

স্কুল সূত্রে জানা গিয়েছে, সোহম মাধ্যমিকে ৬৮১ নম্বর পেয়েছিল। সেবার মাত্র ৩ নম্বরের জন্য রাজ্য মেধাতালিকায় স্থান পায়নি। এবারও ফলাফল দেখে প্রথমে তার মন ভেঙে যায়। বাংলা, ইংরেজি এবং ইতিহাসে প্রতিটি বিষয়ে পেয়েছিল ৯৫ করে। ভূগোলে ৯৭, সংস্কৃতে ৯৬ এবং অর্থনীতিতে ৯৯। সোহম বলে, ‘অর্থনীতি ছাড়া বাকি ৫টি বিষয়ে আমি স্ক্রুটিনি করেছি। তাতে আমার ৭ নম্বর বেড়ে মোট ৪৮৯ হয়েছে। ইচ্ছা রয়েছে, বিশ্বভারতীতে বাংলা নিয়ে পড়ে অধ্যাপক হওয়ার।’

সোহমের বাবা সৌগত সাহা প্রাথমিক শিক্ষক এবং মা গৃহবধূ। তার ছয়জন গৃহশিক্ষক ছিলেন। সোহম জানায়, বাড়িতে প্রতিদিন ৮ ঘণ্টা করে পড়ত। গৃহশিক্ষকের পাশাপাশি স্কুলের শিক্ষকরা বিশেষ করে প্রধান শিক্ষক চৈতন্য পোদ্দারের কাছে অর্থনীতি পড়েছে। বাবা-মায়ের পাশাপাশি বাড়িতে ঠাকুরদা শ্যামসুন্দর সাহাও তাকে লেখাপড়ায় সহযোগিতা করেছেন।

লেখাপড়ার পাশাপাশি পুরোনো দিনের হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোরকুমার, শ্যামল মিত্রের গান শুনতে ভালো লাগে সোহমের। সেইসঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প এবং উপন্যাস তার প্রিয়। একসময় ক্রিকেট খেলত এবং ক্রিকেট এখন নিয়মিত দেখে। পছন্দের খেলোয়াড় শিখর ধাওয়ান। সোহমের কথায়, ‘অবসর সময়ে লেখালেখি করি।’ সাফল্যের চাবিকাঠি কী? বলল, ‘পাঠ্যবই খুব ভালো করে পড়তে হবে।’ বাবা সৌগত সাহা ছেলের এমন ফলাফলে গর্বিত।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

T20 World Cup 2024 | টি২০ বিশ্বকাপে আফগান রূপকথা, বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে রশিদরা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি২০ বিশ্বকাপে আফগান রূপকথা। রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ডাকওয়ার্থ লুইস মেথডে ৮ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। অন্যদিকে, সেমির...
Kidnapped and raped minor arrest 1

Minor Rape | নাবালিকাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ! ছড়াল উত্তেজনা

0
শিলিগুড়ি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায়। অভিযোগ, ১৪ বছরের এক কিশোরীকে জোর করে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ...

Ram Mandir | ৫ মাসেই শুরু সমস্যা, অযোধ্যায় রাম মন্দিরের ছাদ চুঁইয়ে পড়ছে জল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুটো হয়ে গিয়েছে অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) ছাদ। আর সেই ছাদ থেকেই চুঁইয়ে চুঁইয়ে মন্দিরের গর্ভগৃহের ভেতরে বৃষ্টির জল...

Shah Rukh Khan | সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ খান! কোন ছবিতে দেখা যাব...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়নতারার পর ফের দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান(Shah Rukh Khan)। সূত্রের খবর, দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ...

Delhi Water Crisis | জলের দাবিতে অনশনে আপ সাংসদ অতিশী, দেখা করলেন মহুয়ারা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির জলসংকট সমাধানের দাবি জানিয়ে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন আপ সাংসদ অতিশী। পরীক্ষার পর চিকিৎসকরা অতিশীকে শারীরিক অবস্থার...

Most Popular