কোচবিহার: বাণেশ্বরের শিব দিঘিতে জোড়া মোহনের মৃত্যুর পর ফের অসুস্থ আরও এক। এর জেরে বাড়ছে উদ্বেগ। চলতি সপ্তাহে দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে থাকা কোচবিহার ২ ব্লকের বাণেশ্বর শিবমন্দির চত্বরের শিব দিঘিতে দু’টি মোহনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বুধবার একটি মোহনের দেহ জলে ভেসে উঠেছে। শুক্রবার আবারও শিব দিঘির একটি মোহন গুরুতর অসুস্থ অবস্থায় পাড়ে পড়ে রয়েছে। যদিও শিব দিঘিতে একের পর এক কচ্ছপের মৃত্যু ও অসুস্থ হয়ে পড়া নিয়ে দেবত্র ট্রাস্ট বোর্ড তথা প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করা হয়েছে। দু’টি কচ্ছপের মৃত্যুর পর এদিন ফের মোহনের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশপ্রেমী ও স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের তরফে বন দপ্তরে খবর দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে পরিবেশপ্রেমী অর্ধেন্দু বণিক জানিয়েছেন, বাণেশ্বরের শিব দিঘিতে ফের মোহনের মড়ক লেগেছে। চলতি সপ্তাহে শিব দিঘির দুটো কচ্ছপ মারা গিয়েছে। এদিন আবার একটি মোহন অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি তাঁরা ইতিমধ্যেই বন দপ্তরকে জানিয়েছেন।
চলতি সপ্তাহে বাণেশ্বরের শিব দিঘিতে ফের কচ্ছপের মৃত্যু ও অসুস্থ হয়ে পড়া নিয়ে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে ক্ষোভে ফেটে পড়েছেন বাণেশ্বর মোহন রক্ষা কমিটির সভাপতি তথা জেলা পরিষদ সদস্য পরিমল বর্মন। এমনকি বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলেও জানিয়েছেন।
বাণেশ্বর মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীলের অভিযোগ, ‘মোহনগুলোকে নিয়ে দেবত্র ট্রাস্ট বোর্ডের উদাসীনতার কারণেই এই ঘটনা ঘটছে।’ বিষয়টি নিয়ে কোচবিহার বনবিভাগের এডিএফও বিজন নাথ জানান, তাঁরা ইতিমধ্যেই চিকিৎসকদের খবর দিয়েছেন। খুব শীঘ্রই চিকিৎসকের দল এসে মোহনগুলিকে দেখবে।