দেবদর্শন চন্দ, কোচবিহার: কয়েক বছর আগে লক্ষাধিক টাকা ব্যয় করে শহরে যানজট নিয়ন্ত্রণ করতে চালু হয়েছিল ইলেক্ট্রিক্যাল সিগন্যালিং ব্যবস্থা। কিন্তু গত কয়েকমাসে শহরের বেশ কিছু সিগন্যাল বিকল হয়ে রয়েছে। এর জেরে প্রতিদিনই শহরে বাড়ছে যানজট, সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের।
দীর্ঘদিন ধরে বিকল থাকার পরেও কেন এখনও সেগুলি সারানো হল না তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে ডিএসপি (ট্রাফিক) কুতুবউদ্দিন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না তোলায় তাঁর বক্তব্য মেলেনি।
শহরের কাছারি মোড়, বাসস্ট্যান্ড, ব্রাহ্মমন্দির সংলগ্ন মোড়ের সিগন্যালিং ব্যবস্থা বিকল হয়ে রয়েছে। সে কারণে যানজট এড়াতে ওই মোড়গুলিতে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করতে হয়েছে। এক্ষেত্রে এত টাকা খরচ করে সিগন্যালিং ব্যবস্থাগুলি বসানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলিতে ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন শহরবাসী।
কিছুদিন বাদেই দুর্গাপুজো। পুজোর কেনাকাটা করতে ইতিমধ্যেই শহরের দোকানগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে। এই অবস্থায় সিগন্যালগুলি শীঘ্র মেরামত করা প্রয়োজন বলে মত পথচারীদের। পথচারী দীপজ্যোতি রায় বলেন, ‘পুজো এগিয়ে আসায় বাজারে জনসমাগম বাড়ছে। ব্যস্ততম রাস্তাগুলি পারাপারের সময় সিগন্যাল অকেজো থাকায় সকলে একসঙ্গে যাতায়াত করছে। এতে সমস্যায় পড়তে হচ্ছে।’
কাছারি মোড়েও সিগন্যাল অকেজো থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা অমিত সাহা। তাঁর কথায়, ‘শহরের বেশ কিছু ট্রাফিক সিগন্যাল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে। এতে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’