Exclusive

MJN Medical College | এমজেএন মেডিকেলের প্রথম ব্যাচ, ৯৭ পড়ুয়ার ইন্টার্নশিপ শুরু

শিবশংকর সূত্রধর, কোচবিহার: দেখতে দেখতে সাড়ে চার বছর হয়ে গিয়েছে। পড়াশোনার প্রক্রিয়া শেষ করে এবারই প্রথমবার কোচবিহার (Coochbehar) এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের (MJN Medical College) প্রথম ব্যাচের পড়ুয়ারা ‘জুনিয়ার ডাক্তার’ হিসেবে ইন্টার্নশিপ শুরু করবেন। বৃহস্পতিবার ৯৭ জন এমবিবিএস উত্তীর্ণ পড়ুয়া কাজে যোগ দেবেন। এক বছরের ইন্টার্নশিপ শেষ হলেই মিলবে চিকিৎসক হিসেবে স্বীকৃতি। জুনিয়ার ডাক্তাররা (Junior Doctor) কাজ শুরু করলে এমজেএন মেডিকেলে চিকিৎসকের সংকট অনেকটাই মিটবে। আর সফলতার সিঁড়ি বেয়ে নতুন পালক যুক্ত হবে এমজেএন মেডিকেলের মুকুটেও।

মঙ্গলবার জুনিয়ার ডাক্তারদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ বলেছেন, ‘এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। সাড়ে চার বছর আগে যে পড়ুয়ারা ডাক্তার হওয়ার জন্য আমাদের কলেজে ভর্তি হয়েছিল তারা জুনিয়ার ডাক্তার হিসেবে কাজে যোগ দিতে চলেছে। ওরা কর্মজীবনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। পাশাপাশি এখানকার রোগীদেরও অনেক সুবিধা হবে।’

২০১৯ সালের ১ অগাস্ট থেকে এমজেএন মেডিকেলে পঠনপাঠন শুরু হয়। প্রথম ব্যাচে ৯৭ জন পড়ুয়া ছিলেন। তাঁরাই এতদিন পড়াশোনা করার পর জুনিয়ার ডাক্তার হিবেবে উত্তীর্ণ হলেন। জুনিয়ার ডাক্তার হিসেবে উত্তীর্ণ হওয়া দুর্গাপুরের বাসিন্দা রাহুল মণ্ডল বলেছেন, ‘স্বপ্ন ছিল ডাক্তার হব। সাড়ে চার বছর এমবিবিএস-এর পড়াশোনা করার পর সেই স্বপ্নের দিকে এগোচ্ছি। সিনিয়ার ডাক্তারদের তত্ত্বাবধানে কাজ শিখব ও কাজ করব।’ একই কথা জানিয়েছেন তাঁর সহপাঠী রায়গঞ্জের দেবজ্যোতি সরকার, ডায়মন্ড হারবারের অর্ণব মণ্ডল সহ অন্যরাও।

এমজেএন মেডিকেলে চিকিৎসকের সংকট দীর্ঘদিনের। এখানে বর্তমানে অন্তত ২০০ জন চিকিৎসক রয়েছেন। কিন্তু বাস্তবে প্রয়োজন তার দ্বিগুণ। বহু বিভাগেই চিকিৎসকের সংকটে পরিষেবা দিতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ। অন্তর্বিভাগগুলিতে সবসময় চিকিৎসক থাকার কথা থাকলেও অনেক সময়ই তাঁদের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নতুন করে ৯৭ জন জুনিয়ার ডাক্তার হিসাবে নিযুক্ত হলে সেই সমস্যা একধাপে অনেকটাই কমবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জুনিয়ার ডাক্তাররা মূলত সিনিয়ার ডাক্তারদের তত্ত্বাবধানে থেকে কাজ করবেন। রোগীদের প্রাথমিক চিকিৎসা সহ তাঁদের পর্যবেক্ষণে রাখার কাজে নিযুক্ত থাকবেন তাঁরা। তাঁদের কী কী কাজ করতে হবে তা নিয়ে এদিন হাসপাতালে জুনিয়ার চিকিৎসকদের নিয়ে একটি কর্মশালা হয়েছে। যেখানে হাসপাতালের আধিকারিক, চিকিৎসক সহ অন্যরাও উপস্থিত ছিলেন।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Ganga erosion | ভাঙন অব্যাহত গঙ্গার, বাঁধহীন ভূতনির বিস্তীর্ণ এলাকা, পরিদর্শনে এসে ক্ষোভের মুখে সেচকর্তা

মানিকচকঃ প্রায় তিন কিলোমিটার বাঁধহীন অবস্থায় ভূতনির বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। প্রশাসনের উপর…

1 min ago

Bhorer aalo | বিজেপি নেতার রিসর্টে নয়, বুলডোজার চলল তৃণমূল নেতা রঞ্জনের খামার বাড়িতে

রাজগঞ্জঃ বিজেপি নেতার রিসর্ট ভাঙতে এসে ভেঙে দিয়ে গেল তৃণমূল নেতার খামারবাড়ি। এই ঘটনায় শুক্রবার…

39 mins ago

বর্ষার দুপুরে বানিয়ে ফেলুন ‘বেলে মাছের ফ্রিটার্স’, জানুন রেসিপি…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তেলেভাজা ছাড়া কি আর বৃষ্টির দুপুর বা সন্ধ্যা জমে? চপ-কাটলেট-পিঁয়াজি-পকোড়া ভালোবাসেন…

39 mins ago

Islampur | ফেরার ‘সুজালির ত্রাস’ আব্দুল, ভাই খালেককে গ্রেপ্তার করল পুলিশ

ইসলামপুর: চোপড়া-ইসলামপুরে (Islampur) সালিশি সভা বসিয়ে তোলা আদায় চক্রের আরও এক পান্ডা খালেককে গ্রেপ্তার করল…

49 mins ago

Balurghat | বিয়ের প্রলোভন দিয়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে সহবাস, অভিযুক্ত যুবক

বালুরঘাট: বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল এক যুবককের বিরুদ্ধে।…

1 hour ago

Asansole | গ্যাস কাটার দিয়ে জানালা কেটে চুরি, লকার থেকে খোয়া গেল লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার

আসানসোলঃ গ্যাস কাটার দিয়ে জানালার লোহার গ্রিল কেটে ঘরে ঢুকে সর্বস্ব হাতিয়ে নিয়ে গেল চোর।…

1 hour ago

This website uses cookies.