Exclusive

Coochbehar | কোচবিহার-শিলিগুড়ি রুটে বন্ধ এসি বাস, গরমে ভোগান্তি যাত্রীদের

চাঁদকুমার বড়াল, কোচবিহার: কোচবিহারে এনবিএসটিসি’র (Coochbehar NBSTC) টার্মিনাসের টিকিট কাউন্টারে শিলিগুড়ি (Siliguri) যাওয়ার জন্য এসি বাসের (AC Bus) টিকিট চাইলেন বছর কুড়ির এক তরুণী। সঙ্গে ছিলেন তাঁর মা। কিন্তু ভেতর থেকে উত্তর এল, ‘এই রুটে তো বছর দুয়েক হল এসি বাস চলছে না।’ হতাশ হয়েই ফিরলেন মা-মেয়ে। একই পরিস্থিতির মধ্যে পড়লেন এক প্রবীণ দম্পতি। এই গরমে রাষ্ট্রীয় পরিবহণ কেন এসি বাসের পরিষেবা বন্ধ রেখেছে তার উত্তর কিন্তু পেলেন না কেউ।

গত তিন-চারদিন ধরেই কোচবিহারে (Coochbehar) তাপমাত্রা চল্লিশের আশপাশে ঘোরাফেরা করছে। আর তার ফলে খুব প্রয়োজনে যাঁরা যাতায়াত করছেন তাঁদের মধ্যে বেশিরভাগই খোঁজ করছেন এসি বাসের। কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তিনটি এসি বাস চলত। তাতে যাত্রীদের টিকিটের চাহিদাও ছিল ব্যাপক। কিন্তু সেই বাসে এসি বিকল হওয়ার পর এখন তা এসি ছাড়াই অন্য রুটে চালাচ্ছেন তাঁরা। শিলিগুড়ি-কলকাতা রুটে চলছে তিনটি এসি বাস।

কিন্তু কেন বাসগুলোর এসি পরিষেবা ঠিক করে কোচবিহার-শিলিগুড়ি চালানো হচ্ছে না? এই প্রশ্নের উত্তরে নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলছেন, ‘কোচবিহার থেকে শিলিগুড়ির মধ্যে এসি বাস খারাপ হওয়ার পর তা ঠিক করা যায়নি। কারণ এদিকে কোনও এজেন্সি নেই যারা কাজটি করবে। তাই বাধ্য হয়ে এসি খারাপ হওয়ার পর তা আর ঠিক হয়নি। কলকাতা থেকে ঠিক করে আনলেও কোনও লাভ হত না। তাই পরিষেবাই বন্ধ করে দিতে হয়েছে। তবে শিলিগুড়ি-কলকাতা রুটে ভালোভাবেই এসি বাস চলছে।’

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের কথায়,  ‘যাত্রীদের চাহিদার কথা জানি। তবে উপায় নেই। চলতি মাসে আরও তিনটি এসি বাস আসবে। সেগুলোও শিলিগুড়ি-কলকাতা রুটে চালানো হবে।’

তবে প্রশ্ন উঠছে, সারাইয়ের সমস্যায় লাভজনক পরিষেবা বন্ধ করে দেওয়া হল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, উত্তরবঙ্গের এই অংশের যাত্রীর জন্য এসি বাস পরিষেবা ফের কবে শুরু করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Jiban Krishna Saha | জামিন মিলতেই স্কুলে ফিরলেন জীবন কৃষ্ণ, পড়ুয়াদের বোঝালেন গাছের উপকারিতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইতিহাসের শিক্ষক, তৃণমূলের বিধায়ক এই ‘দুই পরিচয়ে’র বাইরে যে পরিচয় রাতারাতি…

5 mins ago

JK encounter | ফের রক্তাক্ত ভূস্বর্গ, নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ (JK encounter)। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ২…

13 mins ago

বৃষ্টির জলে ভেসে এল সাড়ে ৩ কেজির মাগুর, ভাগ করে খেলেন এলাকাবাসী

জলপাইগুড়ি: সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলেই চমকে ওঠেন জলপাইগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের পূর্ব…

14 mins ago

Jalpaiguri | আধুনিকতাকে টেক্কা, অর্ধশতক পরেও জনপ্রিয় বিশ্বনাথের কচুরি

অনীক চৌধুরী, জলপাইগুড়ি: সকালের টিফিন বা বিকেলে চায়ের সঙ্গে ফাস্ট ফুড এখন সবার পছন্দের। পিৎজা,…

23 mins ago

দার্জিলিং-কালিম্পংয়েও শেয়ার ক্যাব চালাবে সিকিম, ক্ষোভ পাহাড়ের গাড়ি চালকদের

শিলিগুড়ি ও কলকাতা: এবার বিদ্রোহ উত্তরের পাহাড়েও। সিকিমের শেয়ার ক্যাব নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে…

44 mins ago

Mathabhanga | পর্যাপ্ত শিক্ষকের অভাব, একাদশ শ্রেণিতে পড়ুয়া ভর্তি বন্ধ মাদ্রাসায়

শীতলকুচি: রাজ্যে শিক্ষার হাল অত্যন্ত করুণ। গোলেনাওহাটি জামে হাই মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া বন্ধ…

49 mins ago

This website uses cookies.