Tuesday, July 2, 2024
HomeTop NewsCoochbehar | ‘সঠিকভাবে তদন্ত করছে না পুলিশ’, কোচবিহারের নির্যাতিতার সঙ্গে দেখা করে...

Coochbehar | ‘সঠিকভাবে তদন্ত করছে না পুলিশ’, কোচবিহারের নির্যাতিতার সঙ্গে দেখা করে দাবি মহিলা কমিশনের

কোচবিহার: কোচবিহারে (Coochbehar) বিজেপির মহিলা মোর্চার নেত্রীকে নির্যাতনের ঘটনায় সঠিকভাবে পুলিশি তদন্ত হচ্ছে না। রবিবার নির্যাতিতার (Woman Thrashed) সঙ্গে কথা বলার পর এমনই অভিযোগ তুললেন জাতীয় মহিলা কমিশনের (National Women Commission) সদস্য ডেলিনা কংবুপ। এদিন বিকেলে কোচবিহার সার্কিট হাউজে ওই নির্যাতিতার সঙ্গে কথা বলেন তিনি। সেখানে ছিলেন এই ঘটনার তদন্তকারী অফিসারও। তাঁকে সামনাসামনি বসিয়ে নির্যাতিতার বক্তব্য শোনেন ডেলিনা। পাশাপাশি, পুলিশ কী তদন্ত করছে, তাও জানতে চান। এরপর তিনি কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে যান। তবে এদিন অফিস বন্ধ থাকায় তিনি পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে পারেননি। আগামীকাল, সোমবার তিনি ফের পুলিশ সুপারের অফিসে যাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ডেলিনা কংবুপের দাবি, পুলিশ হয়তো তাঁকে এড়িয়ে যাচ্ছে। এমনকি, এখনও পর্যন্ত যা মনে হচ্ছে পুলিশ ঠিকঠাক তদন্ত করছে না।

গত মঙ্গলবার মাথাভাঙ্গা-২ ব্লকের রুইডাঙ্গায় এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এরপর তিনি ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তৃণমূল নেতৃত্ব অবশ্য বিষয়টি পারিবারিক বিবাদ বলেছে। পুলিশও ঘটনাটি পারিবারিক বিবাদের জের বলে জানিয়েছে। ওই নির্যাতিতা দু’দিন কোচবিহার মেডিকেলে ভর্তি থাকার পর শুক্রবার বিজেপি জেলা কার্যালয়ে আশ্রয় নেন।  শুভেন্দু অধিকারী ফোন করে নির্যাতিতার খোঁজ নেন। তাঁর সঙ্গে ফোনে কথা বলেন প্রিয়াংকা টিব্রেওয়াল ও অগ্নিমিত্রা পল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার অগ্নিমিত্রা পলের নেতৃত্বে একটি সাত সদস্যের টিম করে দেন। ওই দলে সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক মালতী রাভা, বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রমুখ রয়েছেন।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Assault Case | ফুলবাড়ি কাণ্ডে রাজনীতির রং! থানা ঘেরাও বিজেপির, নির্যাতিতার বাড়িতে সিপিএম

0
শিলিগুড়ি: ফুলবাড়িতে বধূ নির্যাতনের ঘটনায় (Fulbari Assault Case) লাগল রাজনীতির রং। মঙ্গলবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে নিউ জলপাইগুড়ি থানার (NJP Police Station) সামনে বিক্ষোভ...

Kaliaganj | ফুটপাথ জুড়ে বেআইনি দোকান, অভিযানে নামল কালিয়াগঞ্জ পুরসভা

0
কালিয়াগঞ্জ: রাজ্যের বিভিন্ন পুরসভার পাশাপাশি মঙ্গলবার ফুটপাথ দখলমুক্ত করতে পথে নামল কালিয়াগঞ্জ পুরসভা। তবে গায়ের জোরে নয়, ব্যবসায়ীদের অনুরোধ করা হল ফুটপাথ দখলমুক্ত করার...

Electricity Service | বেহাল বিদ্যুৎ পরিষেবা, আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির 

0
মেটেলি: এলাকাবাসীর কাছ থেকে বিদ্যুৎ বিলের টাকা সঠিক সময়ে নিলেও পরিষেবা দিতে পারছে না বিদ্যুৎ বণ্টন কোম্পানি। পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে বিদ্যুৎ বণ্টন...

Lava-Lolegaon | লাভা-লোলেগাঁও যেতে চান? জানেন কী রাস্তার সাম্প্রতিক আপডেট?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত লাভা-লোলেগাঁওগামী (Lava-Lolegaon) সড়কও। ক্ষতিগ্রস্ত হয়েছে লাভা থেকে গুম্বা দারা, নক...

Rahul Gandhi | রাহুলের বিতর্কিত ‘হিন্দু মন্তব্যে’ কাঁচি! স্পিকারকে কড়া চিঠি বিরোধী দলনেতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদে রেকর্ড থেকে সরিয়ে দেওয়া হল রাহুল গান্ধির বিতর্কিত ‘হিন্দু মন্তব্য’। যা সরিয়েছেন স্পিকার ওম বিড়লা। স্পিকারের এহেন কার্যকলাপের বিরুদ্ধে...

Most Popular