রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

Raiganj | আগুন ছাড়াই হচ্ছে রান্না! জমজমাট বানবোল হাই স্কুলের ‘রন্ধন উৎসব’

শেষ আপডেট:

রায়গঞ্জঃ খেতে ভালোবাসেন এমন মানুষের দেখা যেমন হামেশাই পাওয়া যায় তেমনই নিজের হাতে রেঁধে মানুষকে খাওয়াতে ভালোবাসেন এমন মানুষের সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। এই রান্না করাকে শিল্পের পর্যায়ে নিয়ে যান কেউ কেউ। আর যদি রন্ধন নিয়েই একটি উৎসবের আয়োজন করা যায় তাহলে কেমন হয়? না শুধু ভাবনাতেই নয় বাস্তবেই আজ এক মনোমুগ্ধকর ‘রন্ধন উৎসব’ অনুষ্ঠিত হল রায়গঞ্জের বানবোল হাই স্কুলে। যেখানে ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে সৃজনশীল রান্নার প্রদর্শনীতে মুগ্ধ হলেন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা। পিঠে, পুলি, পায়েস, গাজরের পোলাও, খিচুড়ি এমনকি আগুন না দিয়েও রান্নার নানান পদ্ধতি এদিন জনসমক্ষে তুলে ধরেন ছাত্রছাত্রীরা।

উৎসবের সূচনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র নারায়ণ সাহা বলেন, ‘রন্ধনশিল্প আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে চেয়েই এমন পদক্ষেপ নিয়েছি।’

এদিন প্রতিটি শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি খাবারের স্টল সাজায়। ৪০ রকমের খাবারের স্টল বসেছিল। একদিকে যেমন ঐতিহ্যবাহী পিঠেপুলির স্বাদ ছিল, অন্যদিকে তেমনই আগুন ছাড়া রান্নার মতো সৃজনশীল প্রচেষ্টাও প্রশংসা কুড়িয়েছে। কিছু ছাত্রছাত্রী পরিবেশবান্ধব পদ্ধতিতে রান্নার কৌশল প্রদর্শন করে। তবে পিঠে-পুলির স্টল ছিল সবচেয়ে জনপ্রিয়, যেখানে নারকেলের পুর দিয়ে বানানো পিঠের চাহিদা ছিল আকাশছোঁয়া। এদিন উৎসবের শেষে সেরা রান্নার জন্য পুরস্কারও প্রদান করা হয়। স্কুলের শিক্ষকদের মত, এই ধরনের উৎসব শুধু আনন্দই দেয় না, বরং ছাত্রছাত্রীদের সৃজনশীলতা এবং ঐতিহ্যকে সম্মান জানাতেও উদ্বুদ্ধ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দিলবর হোসেন সহ একাধিক বিশিষ্ট মানুষেরা।

Share post:

Popular

More like this
Related

Solapur | ‘শেষই হল অস্তিত্বের শুরু’, ইনস্টাগ্রাম পোষ্টের পরেই আত্মঘাতী ১৮ বছরের যুবক!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে ‘শেষই হল অস্তিত্বের শুরু’...

Gazole | পুজোয় নেই কোনও মন্ত্রতন্ত্র, মনস্কামনা পূরণে পিরবাবার থানে ঘোড়া দান করেন ভক্তরা

গৌতম দাস, গাজোল: মনোবাঞ্ছা পূরণ হলে ভক্তরা মাটির ঘোড়া...

Kaliachak | দেওয়া হয়নি এসআইআরের ফর্ম! ভোটার তালিকায় ‘মৃত’ সুজাপুরের খোরশেদ   

সেনাউল হক, কালিয়াচক: বয়স ৭৫ পেরিয়েছে, বর্তমানে জীবিত। কিন্তু...

Manikchak Mim | বাংলার সংখ্যালঘু অঞ্চল ‘টার্গেট’ মিমের, জোড়া পার্টি অফিস উদ্বোধন, শতাধিক মানুষের যোগদান

আজাদ, মানিকচক: বিহার বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জিতে আত্মবিশ্বাসী...