কলকাতা: নিউটাউনের রামকৃষ্ণ মিশনে রাঁধুনির রহস্যমৃত্যু। ঘটনায় গ্রেপ্তার করা হল মহারাজকে। মৃত রাঁধুনির পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মারধর, আত্মহত্যার প্ররোচনা সহ একাধিক অভিযোগ রয়েছে। শনিবার তাঁকে বারাসত আদালতে তোলা হবে।
গতকাল নিউটাউনের নতুন পুকুর এলাকায় রামকৃষ্ণ মিশনে বন্ধ ঘর থেকে এক রাঁধুনির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাঁধুনির ওপর অত্যাচার করতেন ওই মহারাজ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টেকনো সিটি থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।