Top News

Copa America | ছন্দে ভিনিসিয়াস জুনিয়র, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় জয়ে ফিরল ব্রাজিল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কোপা আমেরিকায় জয়ে ফিরল ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করেছিল কোস্টারিকার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ৪-১ গোলে জিতল ব্রাজিল। জোড়া গোল করলেন রিয়েল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। প্যারাগুয়ের বিরুদ্ধে রদ্রিগোকে সামনে রেখে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র। পিছনে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকুয়েটা এবং স্যাভিয়ো। এই চার জনের আক্রমণ সামলাতে এদিন হিমসিম খেতে হয়েছে প্যারাগুয়ের ফুটবলারদের।

অবশেষে ব্রাজিলের জার্সিতে জ্বলে উঠলেন রিয়েল মাদ্রিদের অন্যতম সেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। কোস্টারিকার বিরুদ্ধে পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ভিনিসিয়ুস। কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিরুদ্ধে ছন্দে ফিরলেন তিনি। আর ভিনির সঙ্গে যেন ফিরল ব্রাজিলের ফুটবলও। এদিন প্রথমার্ধে প্যারাগুয়ে পাল্লা দিয়ে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ক্রমাগত আক্রমণের কাছে মাথানত করে তাঁদের লড়াই। নেভাদায় আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। ১৫ মিনিটে অবশ্য খেলার ধারার বিপরীতে গোলটা প্রায় পেয়েই গিয়েছিল প্যারাগুয়ে। বক্সের বাইরে থেকে দামিয়ান বোবাদিয়ার শট ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাওয়ের গায়ে লেগে জালে জড়াতে গেলে দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন আলিসন।

এর মধ্যেই ম্যাচের ৩০ মিনিটে ব্রাজিলকে পেনাল্টি উপহার দিয়ে বসে প্যারাগুয়ে। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। পেনাল্টি মিস করেন লুকাস পাকেতা। যদিও ৩৫ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে ঠিকই গোল আদায় করে নেয় ব্রাজিল। গোল করেন গতিময় ও দুর্দান্ত খেলতে থাকা ভিনিসিয়ুস।

উল্টো ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করে ব্রাজিল। গোল করেন সাভিও। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আদায় করে নেন ভিনিসিয়ুস। ব্রাজিলের বিদ্যুৎ–গতির আক্রমণে রদ্রিগোকে ঠেকিয়ে দেয় প্যারাগুয়ে ডিফেন্স, কিন্তু ছুটে এসে নেওয়া দারুণ এক শটে ঠিকই গোল আদায় করে নেন ভিনিসিয়ুস।

বিরতির পর ৪৮ মিনিটে ব্রাজিলের জাল বল জড়িয়ে দেয় প্যারাগুয়ে। বক্সের বাইরে থেকে ওমর আলদারেতের দুর্দান্ত এক গোলে ব্যবধান ৩-১ করে প্যারাগুয়ে। ৬৩ মিনিটে বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে আবার পেনাল্টি উপহার পায় ব্রাজিল। প্রথমবারের মতো এবারও শট নিতে আসেন পাকেতা। তবে এবার আর ভুল করেননি। ব্রাজিলকে এনে দেন ম্যাচের চতুর্থ গোল। চার গোল খেয়ে ম্যাচে ফেরার আর কোনও সুযোগ ছিল না প্যারাগুয়ের। ৮১ মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার কুবাস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এদিনের জয়ে গ্রুপ ‘ডি’তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকল ব্রাজিল। একই দিন অন্য ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া।

 

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

J P Nadda | ‘দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়’, চোপড়ার ঘটনায় নিন্দা প্রকাশ করে পোস্ট নাড্ডার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সালিশি সভার নামে তালিবানি অত্যাচারের ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের চোপড়ায়! বিবাহবহির্ভূত…

9 mins ago

১। Bone Cancer | হাড়ের ক্যানসার হলে কী কী লক্ষণ দেখে চিনবেন? উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল…

14 mins ago

Chopra | বাংলায় ‘তালিবানি’ শাসন! যুগলকে মারধরে অভিযুক্ত জেসিবির পরিচয় কী জানেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক লহমায় দেখলে বাংলাকে তালিবান শাসিত আফগানিস্তান বলে ভুল হতে বাধ্য।…

22 mins ago

France | ফ্রান্সে ম্যাক্রোঁর ভরাডুবি! প্রথম দফার সংসদীয় নির্বাচনে এগিয়ে কট্টর ডানপন্থীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ৩০ জুন ফ্রান্সে (France) অনুষ্ঠিত হয়েছে প্রথম দফার সংসদীয় নির্বাচন…

23 mins ago

LPG Price Cut | মাসের শুরুতেই কমল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার পিছু কত পড়বে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতে অনেকটাই সস্তা হল বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG…

25 mins ago

Hurricane Beryl | বেরিলের প্রভাব বার্বাডোজে, রোহিতদের ফেরাতে ব্যক্তিগত বিমান পাঠাবেন জয় শা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ ধেয়ে আসছে হারিকেন ‘বেরিল’। ঘণ্টায় ১৭৯ কিলোমিটার বেগে বার্বাডোজে আছড়ে…

44 mins ago

This website uses cookies.