রাজ্য

Cough Syrup Seized | বাংলাদেশে পাচারের ছক, হাতবদলের সময় কাফ সিরাপ সহ ধৃত ২

ফাঁসিদেওয়া: বাংলাদেশে পাচারের আগে বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ ২ জনকে গ্রেপ্তার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ (Cough Syrup Seized)। শনিবার সন্ধ্যা নাগাদ মোটরবাইকে করে অভিযুক্তরা ময়লানিজোত এলাকা দিয়ে দুলালীদ্বারা ইকো পার্কের দিকে বাক্সবন্দি করে কাফ সিরাপ পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ২ জনকে আটক করে। ডিইবি ইন্সপেক্টর নুর আলম, ফাঁসিদেওয়ার ওসি ইফতিকার উল হাসান, ঘোষপুকুরের ওসি চিরঞ্জিৎ ঘোষ, বিধাননগর তদন্ত কেন্দ্রের ওসি অভিজিৎ বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে প্রায় ১৬০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। ধৃতরা হল সুজিত মোদক(৩৭) বিধাননগরের রবীন্দ্রপল্লির বাসিন্দা এবং কমলেশ দাস(৩৬) রামকৃষ্ণপল্লির বাসিন্দা।

জানা গিয়েছে, ধৃতদের একজন বিধাননগর এলাকায় ওষুধের ব্যবসা করে। তবে ওই কাফ সিরাপের কোনও বৈধ নথি অভিযুক্তদের কাছে ছিল না। এরপরই উদ্ধার হওয়া কাফ সিরাপ এবং পাচারে ব্যবহৃত মোটরবাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। ধৃতরা পাচারের কথা স্বীকার করেছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।

সূত্রের খবর, উদ্ধার হওয়া কাফ সিরাপ প্রথমে ফুলবাড়ি এবং সেখান থেকে বাংলাদেশে পাচারের ছক কষেছিল ধৃতরা। তবে, পুলিশি অভিযানে তা বানচাল হয়েছে। ঘোষপুকুরের ওসি বলেন, ‘এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ফাঁসিদেওয়ার ওসির মন্তব্য, ‘এই কাফ সিরাপ পাচারের জাল কতদূর বিস্তৃত তা জানতে এবং তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ধৃতদের পুলিশ হেপাজতে নেওয়া হতে পারে।’

এর আগে ঘোষপুকুর এলাকায় পাচারের সময় বিপুল পরিমাণে কাফ সিরাপ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার সঙ্গে এই চক্রের কোনও যোগ রয়েছে কিনা তদন্তকারীরা তাও জানার চেষ্টা করছেন।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

দুই টোটোচালক সংগঠনের মারামারি, উত্তেজনা গাজোলে

গাজোল: কয়েকদিন ধরে দুই শ্রমিক সংগঠনের মধ্যে চলছিল বিরোধ। এর মধ্যে বেশ কয়েকবার ছোটখাটো হাতাহাতির…

2 hours ago

কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাবালকদের অ্যাকাউন্টে? ভিত্তিহীন অভিযোগ বলছে প্রশাসন

হরিশ্চন্দ্রপুর: কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে। হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে এমন অভিযোগ সামনে…

2 hours ago

Siliguri | ভাগ্নের পেটে কাঁচি ঢুকিয়ে খুনের চেষ্টা! শ্রীঘরে মামা

শিলিগুড়ি: ভাগ্নের পেটে কাঁচি ঢুকিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। রবিবার বিকেলে পুরনিগমের ২৮…

3 hours ago

Mujnai river | মাছ ধরতে নদীতে নেমে তলিয়ে গেল যুবক, উদ্ধার করতে এসে আক্রান্ত বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা

ফুলবাড়ি: নদীতে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালাতে এসে স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন ক্যুইক রেসপন্স…

3 hours ago

Sexually harassing | প্রেমের প্রস্তাবে মেলেনি সারা, ক্ষোভে ভাগ্নিকে যৌন হেনস্তার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে

কালিয়াগঞ্জঃ এক অবিবাহিত ভাগ্নির প্রেমে পাগল পাড়াতুতো বিবাহিত মামা। এমন প্রেমে সারা না দেওয়ায় ক্ষোভে…

3 hours ago

Nagrakata | বিধানসভার ফলে নাগরাকাটায় এগিয়ে তৃণমূল, পিছিয়ে বিজেপি, বিশ্লেষণে শামিল দু’পক্ষই

নাগরাকাটা: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সবকটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও একমাত্র অক্সিজেন নাগরাকাটা। অন্যদিকে লোকসভার…

4 hours ago

This website uses cookies.