কালিয়াচক: পুলিশি অভিযানে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ কাফ সিরাপ (Cough Syrup Seized)। ঘটনায় একজনকে গ্রেপ্তার (Arrested) করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম অপু দাস (৩৬)। বাড়ি ত্রিপুরার পানিসাগর জেলার ধর্মনগর দেব সরাই এলাকায়।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে ১৬ মাইল জাতীয় সড়ক এলাকায় যৌথ অভিযান চালানো হয়। সেই সময় একটি লরিকে দাঁড় করানো হয়। এরপর তল্লাশি চালাতেই ওই লরিটি থেকে ২১ হাজার বোতল কাফ সিরাপ ও ৪২৫ বোতল ফেনসিডিল কাফ সিরাপ উদ্ধার হয়। প্লাস্টিকের বস্তা ও ব্যারেলে কাফ সিরাপগুলি লুকিয়ে কলকাতা থেকে আগরতলার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। উদ্ধার হওয়া কাফ সিরাপগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘বড় সাফল্য পেয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ। বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ এদিন ধৃতকে ১০ দিনের পুলিশি হেপাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।