ডিজিটাল ডেস্ক: বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) অভিযোগ করে থাকেন কেন্দ্র রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের নতুন করে অর্থ বরাদ্দের দাবি তুলে প্রধানমন্ত্রী মোদিকে (narendra modi) মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। আর এই পরিপ্রেক্ষিতে পাল্টা চিঠি পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (subhendu adikari)। এবং জানা যাচ্ছে, তিনি বরাদ্দ টাকা পাঠানোর বিষয়টি প্রধানমন্ত্রীকে ভেবে দেখার কথা বলেছেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে রাজ্য সরকার নিজেদের নামে চালাচ্ছে। অন্যদিকে ১০০ দিনের যে কাজের টাকা বকেয়া বলে দাবি করা হচ্ছে, সেই কাজের ক্ষেত্রে রাজ্যের শাসকদলের অনেকেই দুর্নীতি করে থাকেন। তৃণমূলের তরফ থেকে পাল্টা শুভেন্দুর এই পদক্ষেপকে বাংলা বিরোধী বলে ব্যাখ্যা করা হচ্ছে। এবার এই নিয়ে রাজ্যের তৃণমূল এবং বিজেপির চাপানউতোর বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম সামনে আসতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ তুঙ্গে