উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকাল ৮টা থেকে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে ভোটগণনা শুরু হল। দুপুরের মধ্যে ফলাফল অনেকটা স্পষ্ট হয়ে যাবে। হরিয়ানার ৯০টি আসনে ভোট হয়েছিল এক দফায়- গত ৫ অক্টোবর। অন্যদিকে, দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে। ৯০টি আসনের মধ্যে ২৪টিতে প্রথম দফায় ভোট হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬টি আসনে ভোট হয়। ১ অক্টোবর ভোট হয়েছিল বাকি ৪০টিতে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ দু’জনেই দুই বিধানসভাতেই জয়ের দাবি করেছেন। বুথফেরত সমীক্ষায় হরিয়ানায় বিপুল জয়ের ইঙ্গিতে আত্মবিশ্বাসী রাহুল গান্ধি।
অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর জম্মু ও কাশ্মীরে প্রথম বিধানসভা ভোটে হচ্ছে। লড়াই মূলত ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট, পিডিপি এবং বিজেপির মধ্যে। এছাড়া বারামুলার নির্দল সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের গড়া নতুন দল ‘আওয়ামি ইত্তেহাদ পার্টি’ এবং সাজ্জাদ লোনের পিপলস কনফারেন্স এবার উপত্যকার কয়েকটি আসনে ভাল ফল করতে পারে বলে মনে করা হচ্ছে। হরিয়ানায় মূল লড়াই বিজেপি এবং কংগ্রেসের মধ্যে।