উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ দিনে দানপাত্রে জমা পড়েছে কোটি কোটি টাকা। আর সেই টাকা গুনতে লাইন দিয়ে বসে পড়েছেন পুরহিতেরা। এমন দৃশ্য দেখা গেল কর্নাটকের রায়চুড়ে রাঘবেন্দ্র স্বামী মঠে। আর সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নজর কেড়েছে নেটিজেনদের। তবে শুধুই কাগজের নোট নয়, জমা পড়েছে পাহাড়প্রমান মুদ্রাও। কিন্তু মাত্র ৩০ দিনেই এত টাকা কোথা থেকে এল?
জানা গিয়েছে, সাধু রাঘবেন্দ্র স্বামীর জন্মতিথি উপলক্ষে গত ৩০ দিন ধরে মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। তাঁদেরই দেওয়া দানের টাকাতে এই বিপুল পরিমাণ অর্থ জমে উঠেছে। নগদ অর্থের পাশাপাশি দানপাত্র থেকে মিলেছে মোট ৩ ভরি গয়না ও ১ কেজি রুপো।
উল্লেখ্য, কর্নাটকের এই মঠের খ্যাতি শুধু ভারতেই নয়, ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বব্যাপী। বিদেশ থেকেও বহু ভক্ত প্রতিবছর এই মঠ দর্শন করতে আসেন। গতবছর ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিও এসেছিলেন এই রাঘবেন্দ্র মঠে। তবে গত ৩০ দিনে ঠিক কতজন ভক্ত এসেছেন তার কোনও সঠিক তথ্য জানা যায়নি।