কলকাতা: ধর্ষণের পর ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার দম্পতি। জানা গিয়েছে, মুম্বইয়ে এক মহিলাকে ধর্ষণের পর তাঁকে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে দেড় কোটি টাকা আত্মসাৎ করে এক দম্পতি। পুলিশে অভিযোগ দায়েরের পর কলকাতায় গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। পুলিশ তদন্তে নেমে কলকাতার নিউ মার্কেট থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ওই দম্পতিকে।
জানা গিয়েছে, ধৃতদের নাম ইউসুফ জামাল ও তার স্ত্রী নাজ সৈয়দ। দু’জনেই মুম্বইয়ের বাসিন্দা। শুক্রবার রাতে নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেল থেকে ইউসুফকে, আর অন্য একটি হোটেল থেকে নাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন সকালে ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে। স্বামী-স্ত্রীকে চারদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন : তিলজলায় আত্মঘাতী ব্যবসায়ী