বালুরঘাট: তিন বছরের আদিবাসী শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করল বালুরঘাট জেলা আদালতের বিচারক। বুধবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পকসো কোর্টের বিচারক শরন্যাসেন প্রসাদ। শুক্রবার অভিযুক্তকে সাজা ঘোষণা করবেন বিচারক।
বুধবার বিকেলে বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানালেন জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। তিনি বলেন, ‘২০২০ সালে বালুরঘাট থানা এলাকার এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় বালুরঘাট থানায়। আজ বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পকসো কোর্টের বিচারক সব দিক বিবেচনা করে শরন্যাসেন প্রসাদ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আগামী শুক্রবার অভিযুক্তকে সাজা ঘোষণা করবেন বিচারক।
জানা গিয়েছে, ২০২০ সালের জানুয়ারি মাসের ঘটনা। বালুরঘাট থানা এলাকার এক আদিবাসী শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। খেলার সময় শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত। সেই মামলায় অভিযুক্তকে আজ দোষী সাব্যস্ত করে বিচারক। ঘটনার পর থেকেই ওই যুবক জেল হেপাজতে রয়েছে। আজ সব দিক খতিয়ে দেখে তাকে দোষী সাবস্ত করে।