Breaking News

কেষ্টর অসুস্থতা মানতে নারাজ আদালত, স্বাস্থ্যের অবনতির অজুহাত দেখিয়ে জামিন চাওয়ায় ক্ষুব্ধ বিচারক

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ কেষ্টর অসুস্থতা মানতে নারাজ আদালত। অসুস্থতার অজুহাতে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি অব্যাহত রাউজ আদালতে। বুধবারও অনুব্রত মণ্ডল নিজের অসুস্থতার কথা বলে জামিনের আবেদন করেছিলেন। যা নিয়ে এ দিন প্রবল অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে আদালত।

বুধবার অনুব্রতর আইনজীবী মুদিত জৈন রাউজ অ্যাভিনিউ আদালতে তিহাড়ে বন্দি অনুব্রতর স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে দ্রুত জামিনের আবেদনের শুনানির আর্জি জানান৷ এদিন রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক রঘুবীর সিং গোরু পাচার কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত অনুব্রত মণ্ডলের আইনজীবীকে সাফ জানিয়ে দেন, স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে জামিনের আর্জির দ্রুত শুনানির দাবি করে আদালতের উপরে চাপ তৈরি করা যাবে না। গত মার্চে আর্জি জানানোর পরেও তিহাড় প্রশাসনের তরফে সেখানকার হাসপাতালে চিকিত্‍সাধীন অনুব্রতর মেডিক্যাল রেকর্ড তাদের হাতে তুলে দেওয়া হয়নি বলে বুধবার আদালতে অভিযোগ করেন অনুব্রতর আইনজীবী৷ এই মর্মেই তিহাড় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জিও জানান আইনজীবী মুদিত জৈন৷

অনুব্রতের আইনজীবী জানান, হার্ট ডিসিজ, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, ওবেসিটি, হাইপারটেনশন, সিওপিডি, ফ্যাটি লিভার, সাইনাস, স্লিপ অ্যাপনিয়া, ফিসচুলার মত অসংখ্য রোগে ভোগা তার ‘মক্কেল’ অনুব্রতকে প্রায়ই অক্সিজেন দিতে হয়৷ সঠিক সময়ে অক্সিজেন এবং ইনসুলিন না পেলে তার প্রাণসংশয় হতে পারে। তিহাড় জেল প্রশাসন থেকে অনুব্রতর বর্তমান মেডিক্যাল রেকর্ড না পেলে তাঁরা কী ভাবে তার জামিনের আবেদনের সওয়াল করবেন, প্রশ্ন তোলেন মুদিত জৈন৷ তাঁর এই সওয়ালে সম্মত হয়নি আদালত৷

বিচারক রঘুবীর সিং বলেন, ‘এই মর্মে আপনি কোনও শর্তাবলী আরোপ করতে পারেন না।’ আইনজীবী মুদিত জৈন জানান, তিনি তাঁর মক্কেলের হয়ে আবেদন করেছেন স্বাস্থ্যের অবনতির কারণে জামিনের আর্জি  জানিয়ে৷ এই যুক্তিতেও সম্মত হননি বিশেষ বিচারক৷ তিনি বলেন, বারে বারে স্বাস্থ্যের অবনতির অজুহাত দেখিয়ে আদালতের উপর চাপ সৃষ্টি করা যাবে না। জুনের পরে এই মামলার শুনানি করবেন তিনি, এজলাস ছাড়ার আগে জানান বিশেষ বিচারক রঘুবীর সিং৷

এসবের মাঝেই বুধবার দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়েছে ৯ আগস্ট সুকন্যা মণ্ডলের দায়ের করা মামলার শুনানি হবে, জানিয়েছেন তার আইনজীবী অমিত কুমার৷ এই আবেদনে সুকন্যা দাবি করেছেন তাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করেছে ইডি৷ গরু পাচার কাণ্ডের তদন্তে লিপ্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যেভাবে তার বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব এবং আর্থিক তছরূপের অভিযোগ করেছে সেগুলিও আইনত বৈধ নয় বলে দাবি সুকন্যা মণ্ডলের৷ শুক্রবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে নির্ধারিত আছে সুকন্যার তরফে দায়ের করা জামিনের আর্জি সংক্রান্ত মামলার শুনানি৷

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Siliguri | প্রেমের পাতা ফাঁদ, তিন মাসে ঘরছাড়া শতাধিক নাবালিকা

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: স্মার্টফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠা মেসেঞ্জারের নোটিফিকেশনটায় একপ্রকার ইচ্ছে করেই সাড়া দিয়েছিল…

18 mins ago

রাম নাম সব নয় অযোধ্যার ভোটেও

রূপায়ণ ভট্টাচার্য, অযোধ্যা: জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছি রামপথে। রাম জন্মভূমিতে ঢোকার প্রধান গেটের ঠিক উলটোদিকে।…

45 mins ago

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার…

1 hour ago

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি…

1 hour ago

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’।…

2 hours ago

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে…

2 hours ago

This website uses cookies.