মালদা: মেয়ের ওপর যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবাকে দোষী সাব্যস্ত করল আদালত। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা গিয়েছে, ২০২০ সালের ১১ জানুয়ারি বামনগোলা থানায় ১৩ বছরের ওই নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্যাতিতার মা ও সৎ বাবাকে গ্রেপ্তার করে। এরপর নির্যাতিতা নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেপাজতে রেখে মামলা শুরু করা হয়। ১৪ জনের সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে বিচারক রাজীব সাহা পকসো ধারায় ওই নাবালিকার সৎ বাবাকে দোষী সাব্যস্ত করেছেন। এ প্রসঙ্গে আইনজীবী অসিত বসু জানান, দোষীকে ২০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ২ বছরের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।