নয়াদিল্লি: শুক্রবারের তুলনায় সামান্য বেড়েছে দৈনিক করোনা(corona) সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৮৫৮ জন। সুস্থ হয়েছেন ৩,৩৫৫ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। অ্যাকটিভ কেসের সংখ্যা ৫০৮।
#COVID19 | India reports 2,858 fresh cases, 3,355 recoveries, and 11 deaths in the last 24 hours.
Total active cases are 18,096
Daily positivity rate (0.59%) pic.twitter.com/ObQOxPWAhL
— ANI (@ANI) May 14, 2022
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,৩১,১৯,১১২। মৃত্যু হয়েছে ৫,২৪,২০১। সুস্থ হয়েছেন ৪,২৫,৭৬,৮১৫। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮,০৯৬।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০,১৮,৭৬৩। মৃত্যু হয়েছে ২১,২০৩। সুস্থ হয়েছেন ১৯,৯৭,১৫৩। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪০৭।