কলকাতা: নমুনা পরীক্ষা কমায় রাজ্যে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ। তবে বেড়েছে মৃতের সংখ্যা। সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে ৪ হাজার ৫৪৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। রবিবার সেই সংখ্যা ছিল ৬ হাজার ৯৮০। বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ৩৬। সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ১৫৭ জন। সুস্থতার হার ৯৪.১৭ শতাংশ। পজিটিভিটি রেট ৮.৮৪ শতাংশ। গতকাল তা ছিল ৯.৫৩ শতাংশ। ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৫১ হাজার ৪২১টি। গতকাল ৭৩ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা হয়েছিল। অর্থাৎ এদিন নমুনা পরীক্ষা কমেছে অনেকটাই।
মাঝে রাজ্যে সংক্রমণ বাড়লেও কয়েকদিন ধরে দৈনিক সংক্রামিতের সংখ্যা কমছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে। সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।