নয়াদিল্লি: খোলা বাজারে কোভিশিল্ড, কোভ্যাকসিন বিক্রিতে ছাড়পত্র দিল কেন্দ্র। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে এই অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সাবজেক্ট এক্সপার্ট কমিটি ও সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ১৯ জানুয়ারি খোলা বাজারে এই দুই টিকা বিক্রির প্রাথমিক অনুমোদন দেয়। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল রুলস ২০১৯ এর অধীনে এই অনুমোদন দেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গত ২৫ অক্টোবর খোলা বাজারে এই টিকা বিক্রির অনুমোদন চেয়ে আবেদন করা হয় ডিসিজিআই এর কাছে। এরপর বিষয়টি নিয়ে আরও তথ্য জানতে চায় ডিসিজিআই। সেই তথ্য খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, খোলা বাজারে এই টিকার দাম হতে পারে সর্বোচ্চ ২৭৫ টাকা। এর সঙ্গে যুক্ত হতে পারে সার্ভিস চার্জ বাবদ ১৫০ টাকা। বর্তমানে কোভ্যাকসিন প্রতি টিকার দাম ১২০০ টাকা। যেখানে কোভিশিল্ড মেলে ৭৮০ টাকায়। খোলা বাজারে এই দুই টিকা চলে এলে দাম অনেকটাই কমবে।