Saturday, April 20, 2024
Homeজাতীয়‘প্লিজ হেল্প’, মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনুব্রত

‘প্লিজ হেল্প’, মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনুব্রত

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: আদালতের নির্দেশে শনিবার দিল্লির তিহার জেলেই বাবা-মেয়ের আবেগঘন সাক্ষাৎ সম্পন্ন হয়েছে। জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মেয়ে সুকন্যা কেন দিল্লি এলেন? কীভাবে এলেন? কার কথায় এই সিদ্ধান্ত তা বার বার জানতে চেয়েছেন ‘কেষ্ট’। বলার অপেক্ষা রাখে না, মেয়ের গ্রেপ্তারি এবং জেলযাত্রা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপশালী তৃণমূল নেতা এবং গোরু পাচার কাণ্ডের ‘কিনপিং’ অনুব্রত। সোমবার, রাউজ অ্যাভিনিউ কোর্টে হাজিরার দিনেও সেই উদ্বেগ ধরা পড়ল অনুব্রত মণ্ডলের কণ্ঠে। আদালত চত্বরেই সুকন্যার আইনজীবী অমিত কুমারের হাত ধরে কাতর কণ্ঠে অনুব্রত বলেন, ‘প্লিজ হেল্প! যা হয় কিছু একটা করুন। আমার মেয়েকে বাঁচান।’

কিছুদিন আগেই গোরু পাচার কাণ্ডে চার্জশিট পেশ করেছে ইডি। গোরু পাচার কাণ্ডে দুর্নীতির অভিযোগে যুক্ত থাকায় ইডির চার্জশিটে সরাসরি উল্লেখ করা হয়েছে অনুব্রত, সুকন্যা, মনীশ, সেহগল, এনামুল সহ আরও একাধিক জানা-অজানা ব্যক্তির নাম। সোমবার সকালে রাউজ অ্যাভিনিউ আদালতে গোরু পাচার মামলার শুনানিতে প্রধান অভিযুক্ত অনুব্রত মণ্ডল সহ সশরীরে উপস্থিত হন সেহগল হোসেন, এনামুল হক, সতীশ কুমার প্রমুখ। ভিডিও বার্তায় সিবিআইয়ের বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে উপস্থিত ছিলেন আরেক অভিযুক্ত বিকাশ মিশ্রও। এদিন সকাল ১১টা ২০ মিনিট নাগাদ হুইল চেয়ারে বসে, গায়ে হলুদ স্ট্রাইপড টি-শার্ট পরে আদালত কক্ষে প্রবেশ করেই দূরে দাঁড়িয়ে থাকা দেহরক্ষী সেহগল হোসেনকে অনুব্রত সেই চেনা মেজাজে বলেন, ‘এই আমার আইজীবীকে ডাক! কোথায় তিনি দেখ জলদি।’

সেহগল হোসেনের ইশারায় সঙ্গে সঙ্গেই অনুব্রতর কাছে আসেন আইনজীবী সম্পৃক্তা ঘোষাল৷ তাঁকে অনুব্রত প্রশ্ন করেন, তিনি অসুস্থ। তবু কেন তাঁকে ভিসির (ভিডিও কনফারেন্স) মাধ্যমে হাজির করা হচ্ছে না? কেন এভাবে বারবার হুইল চেয়ারে বসিয়ে আদালতে নিয়ে আসা হচ্ছে? এটা তো হেনস্তারই শামিল৷ অনুব্রতকে আশ্বস্ত করেন আইনজীবী, আদালতে তাঁরা আবেদন জানিয়েছেন, আদালত নিশ্চয়ই অনুমতি দেবে, বলেন সম্পৃক্তা ঘোষাল৷ এরপরেই অনুব্রত বলেন, ‘সুকন্যার আইনজীবীকে ডেকে দিতে৷’ আদালত কক্ষের অপর প্রান্তে চেয়ারে বসে থাকা সুকন্যা মণ্ডলের আইনজীবী অমিত কুমারকে ডাকেন সম্পৃক্তা ঘোষাল৷ অমিত কুমার কাছে আসা মাত্রই অনুব্রত কাতর কণ্ঠে তাঁকে বলেন, ‘মেয়েকে বাঁচানোর জন্য যা করার করুন৷ কোনও কিছুর কথা ভাববেন না। চিন্তা করবেন না৷ যেটা প্রয়োজন সেটা করুন।’ আইনজীবী অমিত কুমার মাথা নিচু করে সম্মতি জানালও অনুব্রত তাঁর দু-হাত ধরে আর্জি জানান, ‘প্লিজ হেল্প!’ এরপরেই অনুব্রত তাঁর আইনজীবী সম্পৃক্তা ঘোষালকে বলেন, ‘চার্জশিটটা ভালো করে পড়ুন৷’ সম্পৃক্তা জানান, তাঁরা চার্জশিট খুঁটিয়ে দেখেছেন, বেশ কয়েকটি সংস্থার লেনদেনের কথা উল্লেখ করেছে ইডি৷ এই কথা শুনে অনুব্রতর মন্তব্য, ‘যা ইচ্ছে উল্লেখ করুক ইডি৷ চার্জশিটটা ভালো করে পড়ে কড়া ডিফেন্স তৈরি করুন।’

এদিন শুনানি পর্বে, রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ সিবিআই বিচারক রঘুবীর সিং ইডির থেকে জানতে চান, ‘আর লোকজন গ্রেপ্তার হবে? গোরু পাচার কাণ্ডের তদন্ত কী শেষ? প্রশ্নের উত্তরে ইডির আইনজীবী নীতেশ রাণা জানান, ‘এখনও এই মামলা শেষ হয়নি। ইডি গোরু পাচার কাণ্ডের তদন্ত চালাচ্ছে জোর কদমে৷ আরও চার্জশিট জমা পড়ার সম্ভাবনা, এমনকি এই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে শীঘ্রই, দাবি করেন ইডির আইনজীবী। এর পরেই সংশ্লিষ্ট সব পক্ষকে চার্জশিটের প্রতিলিপি দেওয়ার জন্য ইডিকে নির্দেশ দেন বিচারক রঘুবীর সিং৷ সমস্ত অভিযুক্তর আইনজীবীদের সঙ্গে কথা বলার পরে বিচারক রঘুবীর সিং জানান, ১২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে৷ ততদিন পর্যন্ত তিহারেই থাকতে হবে গোরু পাচার কাণ্ডের অভিযুক্তদের৷

শুনানি শেষে হুইল চেয়ারে আদালত কক্ষ ছাড়ার সময়ে অনুব্রতকে প্রশ্ন করা হয় তাঁর মেয়ে সুকন্যার সঙ্গে সাক্ষাৎ নিয়ে৷ শনিবার তিহারে দেখা হয়েছিল আপাতত জেল বন্দি বাবা-মেয়ের৷ সেই প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘বাবা মেয়ের সঙ্গে যা কথা হওয়ার হয়েছে৷ মেয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হল৷ আধঘণ্টা কথা হয়েছে।’ এদিকে, আগামী ১২ মে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুব্রতর জবাব, ‘ঈশ্বর করুন, মেয়েটা যেন জামিন পেয়ে যায়৷’ নিজের শরীর খারাপ, বুকে ব্যথা, শ্বাসকষ্ট বেড়েছে, আগের তুলনায় শরীর আরও বেশি খারাপ হয়েছে তিহারে থাকাকালীন, রাউজ এভিনিউ আদালতে অপেক্ষামান সংবাদ মাধ্যমের সামনে সোমবার দাবি করেছেন অনুব্রত মন্ডল৷ তাৎপর্যপূর্ণ ভাবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে কি না, এই প্রশ্নের উত্তরে নীরব থাকেন অনুব্রত।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Donald Trump | আদালতে চলছিল ট্রাম্পের মামলার শুনানি, বাইরে গায়ে আগুন দিলেন যুবক!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদালত কক্ষে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চলছে তাঁর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি। সেইসময়...

Forest Department | গোঁসাইপুরে সাপ খুঁজছে বন দপ্তর

0
বাগডোগরা: আগামী ২৩ এপ্রিল গোঁসাইপুরে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাই শনিবার সকাল থেকেই গোঁসাইপুরে তৎপরতা...

Adhir Ranjan Chowdhury | নিজের গড়ে ‘গো ব্যাক’ স্লোগান অধীরকে, তুমুল উত্তেজনা

0
মুর্শিদাবাদ: ভোট প্রচারে বেরিয়ে প্রবল বিক্ষোভের মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তৃণমূল (TMC) কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ।...

Lok sabha election 2024 | করণদিঘিতে লিড ধরে রাখা, পাল দম্পতির কাছে চ্যালেঞ্জ   

0
করণদিঘিঃ শুক্রবার থেকে শুরু হয়ে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচন। এক সপ্তাহ বাদে আগামী ২৬ এপ্রিল রায়গঞ্জে ভোট। ভোটের দিন যত এগিয়ে আসছে, মানসিক চাপ...

Cooch Behar theft case | কোচবিহারে কালীমন্দিরে চুরি, গয়না-টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

0
কোচবিহার: মন্দিরে চুরির ঘটনায় শোরগোল কোচবিহারে (Cooch Behar theft case)। কোচবিহার (Cooch Behar) শহর সংলগ্ন দক্ষিণ খাগড়াবাড়ির তালতলা এলাকায় একটি কালীমন্দিরে চুরি হয়। তালা...

Most Popular