সামসী: সিপিএমের তরফে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা ও রশিদাবাদ অঞ্চলের বাসিন্দাদের সহযোগিতায় কোয়ারান্টিন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের খাদ্য সামগ্রী দেওয়া হল। সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জামিল ফিরদৌস জানান, এলাকার ১০ টি স্কুলে থাকা প্রায় ৩২৫ জন পরিযায়ী শ্রমিকদের চিড়া,মুড়ি,গুড়,খেজুর ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়।
অন্যদিকে চাঁচল ১ ব্লকের মতিহারপুর অঞ্চল সিপিআইএম কমিটি তরফে আধসেরপুর গ্রামের কোয়ারান্টিন সেন্টারের ২৫ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বাম যুব নেত্রী সৌম্যাশ্রী সাহা জানিয়েছেন,গ্রামবাসীদের ডাকে সাড়া দিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য ৫০ কেজি চাল,৫০ কেজি আলু,দু কেজি তেল,এক কেজি সোয়াবিন,পাঁচ কেজি ডাল,কয়েকশো ডিম,সাবান,ডিটারজেন্ট দেওয়া হয়েছে। এদিনের খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক নেতা মহিউদ্দিন আহমেদ,ছাত্র নেতা মোনাজির হোসেন প্রমুখ।