ব্রিসবেন : সবে মাত্র দুটি টেস্ট। ডেভিড ওয়ার্নারের জুতোয় পা রেখেছেন। পারথে ব্যর্থ হলেও গোলাপি টেস্টের দ্বৈরথে অ্যাডিলেডে ভরসা জুগিয়েছেন নাথান ম্যাকসুইনি। অজি ব্রিগেডের নবাগত ওপেনার অবশ্য মনে করেন, সবে শুরু, লক্ষ্য অনেক দূর। তবে কিংবদন্তি ওয়ার্নারের অর্ধেকও যদি হতে পারেন, সেটাও তাঁর কাছে অনেক।
ঘরের মাঠ গাব্বাতে তৃতীয় টেস্ট খেলতে নামার প্রাক্কালে ম্যাকসুইনি বলেছেন, ‘অবিশ্বাস্য প্লেয়ার ডেভিড। ওর জুতোয় পা রাখা বিরাট দায়িত্ব। আমি যদি ওর অর্ধেকও হতে পারি, আমার জন্য সেটাও যথেষ্ট।’ পারথে টেস্ট অভিষেক। অ্যাডিলেডে জয়ের অবদান রাখা। এবার মুখিয়ে হোম গ্রাউন্ডে খেলার জন্য। ম্যাকসুইনির কথায়, গাব্বাকে তিনি হাতের তালুর মতো চেনেন। আশাবাদী, মাঝের বাইশ গজে লম্বা সময় কাটাতে পারবেন। ফের সক্ষম হবেন অস্ট্রেলিয়াকে ভালো শুরু দিতে।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে নৈশালোকে মার্নাস লাবুশেনের সঙ্গে ম্যাকসুইনির যুগলবন্দি প্রশংসিত হয়। কঠিন সময়ে ধৈর্যশীল ৬৭ রানের জুটি নতুন বলে বুমরাহদের প্রচেষ্টায় জল ঢেলে দেয়। ম্যাকসুইনি বলেছেন, ‘৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে মার্নাস। আমার লক্ষ্য ছিল যতটা বেশি সম্ভব ওর সঙ্গে ক্রিজে কাটানো। পারথে দুটো ভালো বলের শিকার হয়েছিলাম (১০ ও ০)। অ্যাডিলেডের ইনিংস আত্মবিশ্বাস জুগিয়েছে (৪৯ রান করেন)। আশাবাদী গাব্বাতেও যার পুনরাবৃত্তি ঘটবে।’
গাব্বার আবহাওয়া চিন্তা বাড়াচ্ছে। বৃষ্টি, মেঘলা আবহাওয়া ব্যাটারদের চ্যালেঞ্জ আরও কঠিন করবে। যে প্রসঙ্গে ব্রিসবেনের ঘরের ছেলে ম্যাকসুইনি জানাচ্ছেন, গাব্বা মানে বাড়তি বাউন্স। মেঘলা আবহাওয়ায় বল বাড়তি নড়াচড়া করবে। ব্যাটার হিসেবে সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। নতুন বলটা ঠিকঠাক সামলে দিতে পারলে ব্যাটিং উপভোগ্য হবে।
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া বড় জয় পেলেও টপ অর্ডারের ফর্ম নিয়ে চিন্তিত ডেভিড ওয়ার্নার। প্রাক্তন ওপেনারের দাবি, দলের পুরো টপ অর্ডারই প্রবল চাপের মধ্যে রয়েছে। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শুধু উজি (উসমান খোয়াজা) নয়, পুরো টপ অর্ডারই চাপের মধ্যে রয়েছে। ট্রাভিস হেড আক্রমণাত্মক ইনিংস, দুরন্ত শতরান করেছে। আমরা জানি ও কী করতে পারে। কিন্তু বাকিদেরও এগিয়ে আসতে হবে।’
ওয়ার্নারের যুক্তি, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে হেডের ‘ওয়ানম্যান শো’ দলের বৈতরণি পার করে দিয়েছে। কিন্তু দলগত প্রয়াস জরুরি। ব্যাটাররা যদি বড় স্কোর করে দিতে পারে, তাহলে বাকি দায়িত্বটা ফাস্ট বোলাররা ঠিক সেরে দেবে। প্রাক্তন বাঁহাতি ওপেনার আশাবাদী, ব্রিসবেনে ব্যাটাররা প্রত্যাশা পূরণে সফল হবে।
গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধেও তোপ দেগেছেন ওয়ার্নার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তারকা অলরাউন্ডার। ওয়ার্নারের পালটা দাবি, টেস্ট দলে জায়গা পাওয়ার যোগ্যই নন ম্যাক্সওয়েল। শেফিল্ড শিল্ডে নিজের ঘরোয়া দলেই জায়গা পান না। সেই ম্যাক্সওয়েল কীভাবে টেস্ট খেলবেন? খেলতে চাই বললেও হয় না। যোগ্যতা প্রমাণ করতে হয়।